বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা *** গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: সেনাসদর *** বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্পের শুল্ক ১৫ শতাংশে নামাল দ. কোরিয়া *** মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরেই নির্বাচন *** শেখ হাসিনা আমলের নির্যাতনের অবসান, তবে রাজনৈতিক প্রতিপক্ষ দমন অব্যাহত: এইচআরডব্লিউ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ গেল বিষধর গোখরার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২৭শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাপের কামড়ে মানুষ মারা যাবে—এ তো চিরচেনা খবর! কিন্তু এবার খবর উল্টো। বিহারের এক প্রত্যন্ত গ্রামে ১ বছরের এক শিশু কামড়ে মেরে ফেলেছে বিষধর গোখরাকে! চোখ কপালে তুলে দেওয়া এ ঘটনা ঘটেছে রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি বাংকটওয়া গ্রামে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা তারা জীবনে কখনো দেখেননি—যা শুধু সিনেমাতেই সম্ভব বলে মনে হতো! খবর হিন্দুস্তান টাইমসের।

শিশুর পরিবারের লোকজন জানান, ছোট্ট গোবিন্দ কুমার ঘরে খেলছিল। খেলতে খেলতে কোথা থেকে যেন একটি গোখরা সাপ এসে পড়ে সামনে। অন্য কোনো বাচ্চা হলে হয়তো কেঁদে উঠত, কিন্তু গোবিন্দ সাহসী—সে ভয় না পেয়ে সাপটিকে তুলে নেয় মুখে। তারপর? মুখে নিয়ে কামড়ানো শুরু করে!

ঠিক তখনই ঘরে ঢোকেন শিশুটির দাদি। চোখের সামনে এমন দৃশ্য দেখে তিনি তো প্রায় অজ্ঞান! তার চিৎকারে সবাই দৌড়ে আসেন। দেখা যায়—শিশুটি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে আর পাশেই নিথর হয়ে পড়ে আছে সেই বিষধর গোখরা!

শিশুটিকে সঙ্গে সঙ্গে গ্রাম্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে পাঠানো হয় বেড়িয়া শহরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের সুপার ডা. দুবাকান্ত মিশ্র বলেন, ‘শিশুটিকে আমাদের কাছে পাঠানো হয়েছে পর্যবেক্ষণের জন্য। এখনো পর্যন্ত তার শরীরে বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখা যায়নি, তবে আমরা সতর্ক রয়েছি।’

ডা. দুবাকান্ত আরও বলেন, ‘পরিবারের ভাষ্যমতে, গোবিন্দ নিজেই সাপটিকে হাতে তুলে নেয় এবং এক কামড়েই সেটিকে মেরে ফেলে। এটা সত্যিই অবাক করার মতো ঘটনা।’

এদিকে ঘটনার পর গোটা এলাকায় চলছে একটাই আলোচনা, ‘গোবিন্দ আমাদের হিরো!’ কেউ বলছেন, ‘বিহারের বাস্তব নাগিন পাওয়া গেছে’ তবে আশ্চর্যের বিষয় হলো—সে মানুষ, তাও এক বছরের শিশু! স্থানীয় এক বাসিন্দার মন্তব্য, ‘ছোট্ট ছেলেটা যা করল, তা বলিউডের সিনেমাকেও হার মানায়! ওকে এখনই সিনেমায় নেওয়া উচিত!’

সাপ মারার এমন অভিনব কায়দা দেখে চিকিৎসকেরাও অবাক! যদিও তারা স্পষ্ট করেছেন, এই ঘটনার পুনরাবৃত্তি যেন কেউ না করে, সাপ কোনো খেলার বস্তু নয়। তবে গোবিন্দ কুমার আপাতত হাসপাতালে সুস্থ রয়েছে এবং পর্যবেক্ষণে আছে। আর গ্রামে? সেখানে এখন গোবিন্দ মানেই ‘সর্পজয়ী’ এক মহাবীর!

জে.এস/

ভারত শিশু শিশুর কামড়ে প্রাণ গেল বিষধর সাপের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন