বুধবার, ৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অভিনয়ে বিনিয়োগ থেকে মুনাফা কম: প্রসূন আজাদ *** গত ১০ বছরে রুনা লায়লা যে কারণে অস্ট্রেলিয়া ট্যুরে যাননি *** শিশু মোস্তফা খতনা করাতে হাসিমুখে হাসপাতালে ঢুকেছিল, অতঃপর... *** সংখ্যালঘুদের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনা উদ্বেগজনক, ঠেকাতে উদ্যোগ নেই সরকারের: দেবপ্রিয় ভট্টাচার্য *** সাম্প্রদায়িক সহিংসতার তীব্রতায় গভীর ক্ষোভ, ভোট দেওয়া নিয়ে সংখ্যালঘুরা শঙ্কিত *** বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহনের ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত বাতিল চায় টিআইবি *** ফিলিস্তিনের জন্য সুখবর, লন্ডনে দূতাবাস উদ্বোধন *** এসে আমাকে ধরুন—ট্রাম্পকে এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর চ্যালেঞ্জ *** ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত *** মাদুরোর ওপর বাজি ধরে ৫ কোটি টাকা জিতলেন জুয়াড়ি

নতুন বছরে নিউইয়র্কে একান্তে ঐশ্বরিয়া-অভিষেক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

কয়েক মাস ধরে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ও বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সব জল্পনায় জল ঢেলে নতুন বছরের শুরুতে নিউইয়র্কের রাস্তায় হাসিমুখে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চন। সঙ্গে রয়েছে তাদের কন্যা আরাধ্যা বচ্চনও। বিদেশের মাটিতে বচ্চন দম্পতির এই একান্ত যাপনের ছবি সামাজিক মাধ্যমে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন এই দম্পতি। তবে নিউইয়র্কের কনকনে ঠাণ্ডায় শীতকালীন পোশাকে এই দম্পতিকে দেখে চিনে ফেলেন এক অনুরাগী। তার সঙ্গেই সেলফিতে ধরা দেন অভিষেক ও ঐশ্বরিয়া। গত ডিসেম্বরেই মুম্বই বিমানবন্দর থেকে তাদের বিদেশে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল।

এবার সেই সফরের একাধিক ছবি ও ভিডিও প্রকাশ্যে আসায় স্বস্তিতে ভক্তরা।

দীর্ঘদিন ধরে চলা বিচ্ছেদের গুঞ্জন তাদের ১৪ বছরের কন্যা আরাধ্যার কানে পৌঁছেছে কি না, তা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অভিষেক। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, আরাধ্যা অত্যন্ত পরিণত মনের মেয়ে। তার কথায়, ‘আশা করি ও এসবের কিছুই জানে না। ওর মা (ঐশ্বরিয়া) ওকে দারুণভাবে বড় করে তুলেছে। ও এখনো ফোন ব্যবহার করে না। বন্ধুদের ওর সঙ্গে কথা বলতে হলে ওর মায়ের ফোনেই ফোন করতে হয়। এই সিদ্ধান্তটা আমরা অনেক বছর আগেই নিয়েছিলাম।’

২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জুটি ১৮ বছর ধরে বলিউডের অন্যতম শক্তিশালী স্তম্ভ। 'ধুম ২’ বা ‘গুরু’-র মতো ছবিতে তাদের অন-স্ক্রিন রসায়ন দর্শকরা আজও মনে রেখেছেন। কেরিয়ারের দিকে তাকালে দেখা যায়, ঐশ্বরিয়া শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান: ২’ ছবিতে। এরপর তিনি আর নতুন কোনো প্রজেক্টের ঘোষণা করেননি। অন্যদিকে, অভিষেকের হাতে রয়েছে বেশ কিছু বড় কাজ। খুব শিগগিরই তাকে সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবিতে শাহরুখ খান এবং সুহানা খানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

নতুন বছরের এই পারিবারিক ছুটি প্রমাণ করে দিল যে, বাইরের গুজব যাই থাকুক না কেন, বচ্চন পরিবার আজও একসঙ্গেই জীবনের আনন্দ ভাগ করে নিতে পছন্দ করে।

জে.এস/

ঐশ্বরিয়া রাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250