ছবি: সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলায় একজন স্কুটার বাইকচালক হেলমেট না পরার জন্য প্রায় ২১ লাখ টাকার জরিমানা করা হয়েছে। মজার বিষয় হলো, যে স্কুটারটির জন্য এত জরিমানা করা হয়, সেটির দামই ছিল মাত্র এক লাখ টাকা।
চালানের ছবিটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় চালকের বিরুদ্ধে জরিমানা ধরা হয়েছে ২০ লাখ ৭৪ হাজার টাকা। পরে পুলিশ ভুল সংশোধন করে জরিমানার অঙ্ক নামিয়ে আনে মাত্র চার হাজার টাকায়। সূত্র: এনডিটিভি।
অন্মোল সিংহল নামের অভিযুক্ত ব্যক্তি নিউ মাণ্ডি এলাকায় পুলিশের তল্লাশির সময় ধরা পড়েন। সে সময় তিনি হেলমেট পরেননি এবং প্রয়োজনীয় কাগজপত্রও সঙ্গে ছিল না বলে এক কর্মকর্তা জানান।
পুলিশ তার স্কুটার জব্দ করে ২০ লাখ ৭৪ হাজার টাকার চালান কেটে দেয়। বিশাল অঙ্কের এই জরিমানায় হতবাক সিংহল চালানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। ঘটনাটি ভাইরাল হওয়ার পর বিব্রত পুলিশ জরিমানার পরিমাণ সংশোধন করে চার হাজার টাকা নির্ধারণ করে।
মুজাফফরনগরের ট্রাফিক বিভাগের পুলিশ সুপার অতুল চৌবে বলেন, এই ভুলটি চালান ইস্যু করা সাব-ইনস্পেক্টরের অসাবধানতার কারণে হয়েছিল।
তিনি বলেন, ওই ঘটনায় মোটরযান আইনের ২০৭ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু সাব-ইনস্পেক্টর ‘এম ভি’ লিখতে ভুলে গিয়েছিলেন। এর ফলে ‘২০৭’ এবং ‘৪০০০’ একসঙ্গে যুক্ত হয়ে গিয়ে তা ২০ লাখ ৭৪ হাজার হিসেবে দেখা দেয়।
এসপি চৌবে বলেন, চালককে কেবল চার হাজার টাকার জরিমানা পরিশোধ করতে হবে। ভারতের মোটরযান আইনের ২০৭ ধারা অনুযায়ী, প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে পুলিশ কর্মকর্তারা যানবাহন জব্দ করার ক্ষমতা রাখেন।
জে.এস/
খবরটি শেয়ার করুন