রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারবার ব্যর্থ, অবশেষে স্বামী-স্ত্রী সেজে মাদক কারবারীকে ধরল পুলিশ *** বিবিসি ‘শতভাগ ভুয়া সংবাদমাধ্যম’: ট্রাম্পের প্রেস সেক্রেটারি *** ডায়াবেটিস, স্থূলতা বা হৃদরোগ থাকলে বাতিল হতে পারে মার্কিন ভিসার আবেদন *** এক রাষ্ট্রীয় সফরে ৪০ যৌনকর্মীকে হোটেলে নেন... *** পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আসছে আল্লামা ইকবালের জীবনী *** ১৫ জেলায় নতুন ডিসি *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন *** খালেদ মুহিউদ্দীনের ইংরেজি জ্ঞান নিয়ে উদ্বেগ কেন? *** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী

১ লাখের বাইককে ২১ লাখ টাকা জরিমানা, চালানের ছবি ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫১ পূর্বাহ্ন, ৯ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলায় একজন স্কুটার বাইকচালক হেলমেট না পরার জন্য প্রায় ২১ লাখ টাকার জরিমানা করা হয়েছে। মজার বিষয় হলো, যে স্কুটারটির জন্য এত জরিমানা করা হয়, সেটির দামই ছিল মাত্র এক লাখ টাকা।

চালানের ছবিটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় চালকের বিরুদ্ধে জরিমানা ধরা হয়েছে ২০ লাখ ৭৪ হাজার টাকা। পরে পুলিশ ভুল সংশোধন করে জরিমানার অঙ্ক নামিয়ে আনে মাত্র চার হাজার টাকায়। সূত্র: এনডিটিভি।

অন্মোল সিংহল নামের অভিযুক্ত ব্যক্তি নিউ মাণ্ডি এলাকায় পুলিশের তল্লাশির সময় ধরা পড়েন। সে সময় তিনি হেলমেট পরেননি এবং প্রয়োজনীয় কাগজপত্রও সঙ্গে ছিল না বলে এক কর্মকর্তা জানান।

পুলিশ তার স্কুটার জব্দ করে ২০ লাখ ৭৪ হাজার টাকার চালান কেটে দেয়। বিশাল অঙ্কের এই জরিমানায় হতবাক সিংহল চালানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। ঘটনাটি ভাইরাল হওয়ার পর বিব্রত পুলিশ জরিমানার পরিমাণ সংশোধন করে চার হাজার টাকা নির্ধারণ করে।

মুজাফফরনগরের ট্রাফিক বিভাগের পুলিশ সুপার অতুল চৌবে বলেন, এই ভুলটি চালান ইস্যু করা সাব-ইনস্পেক্টরের অসাবধানতার কারণে হয়েছিল।

তিনি বলেন, ওই ঘটনায় মোটরযান আইনের ২০৭ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু সাব-ইনস্পেক্টর ‘এম ভি’ লিখতে ভুলে গিয়েছিলেন। এর ফলে ‘২০৭’ এবং ‘৪০০০’ একসঙ্গে যুক্ত হয়ে গিয়ে তা ২০ লাখ ৭৪ হাজার হিসেবে দেখা দেয়।

এসপি চৌবে বলেন, চালককে কেবল চার হাজার টাকার জরিমানা পরিশোধ করতে হবে। ভারতের মোটরযান আইনের ২০৭ ধারা অনুযায়ী, প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে পুলিশ কর্মকর্তারা যানবাহন জব্দ করার ক্ষমতা রাখেন।

জে.এস/

মোটরযান আইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250