বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা *** গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: সেনাসদর *** বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্পের শুল্ক ১৫ শতাংশে নামাল দ. কোরিয়া *** মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরেই নির্বাচন *** শেখ হাসিনা আমলের নির্যাতনের অবসান, তবে রাজনৈতিক প্রতিপক্ষ দমন অব্যাহত: এইচআরডব্লিউ *** খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, ৫ কোটি টাকা জব্দ করল সিআইডি *** আগামী ৫-৬ দিন খুবই ক্রুশিয়াল, নির্বাচন নির্ধারিত সময়েই হবে: শফিকুল আলম *** উচ্চকক্ষের পিআর নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, পরে কোলাকুলি

রান বন্যার আইপিএলেও অবিশ্বাস্য কিপটে বুমরাহ!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ১লা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

এলিমিনেটর ম্যাচে আগে ব্যাট করে  ২২৮ রান তুলেও এক পর্যায়ে চিন্তায় পড়ে গিয়েছিলো মুম্বাই ইন্ডিয়ান্স। শিশির ভেজা মাঠে ১৪তম ওভার পর্যন্ত হাতে ৮ উইকেট রেখে দারুণভাবে ম্যাচে ছিল গুজরাট টাইটান্স। 

এরপরই খেলা বদলে গেল, উইকেট নিয়ে ম্যাচ বদলে দিলেন একজন-জাসপ্রিত বুমরাহ। গোটা ম্যাচে দুই দলের সব বোলার মিলে যেখানে দেদারসে রান বিলালেন, বুমরাহকে সেখানে মারাই যেন যাচ্ছিল না। পুরো আইপিএলেই তার ইকোনমি রেট আরেকবার অবিশ্বাস্য।

চলতি বছর চোটের কারণে প্রথম চারটি ম্যাচ খেলেননি বুমরাহ, যার তিনটাই হারে মুম্বাই। তিনি ফেরার পর বাকি ১১ ম্যাচের ৮টা জিতে তারা এখন ফাইনালের দ্বারপ্রান্তে, ষষ্ঠ শিরোপা এখন বেশ সম্ভব ব্যাপার।

১১ ম্যাচ খেলে ১৮ উইকেট নেওয়ার পাশাপাশি বুমরাহ যেমন আটকে রেখেছেন বাটারদের, তা বিস্ময়কর। এবার আইপিএলে সবচেয়ে বেশি দুইশ ’ ছাড়ানো ইনিংস দেখা গেছে, সবচেয়ে বেশি ছক্কা হয়েছে। বুঝাই যায়, কতখানি ব্যাটিং প্রভাবক ছিল। 

এসবের মধ্যেও বুমরাহ আলাদা। আইপিএলে এবার কমপক্ষে ২৫টা বল করেছেন এমন বোলারদের মধ্যে বুমরাহ ইকোনমি রেট ৬.৩৬ সবচেয়ে ভালো। বাকিরা যেখানে গড়ে ওভারপ্রতি ৯.৬১ করে রান দিয়েছেন।

বুমরাহর ফুলটস বল মারাও ব্যাটারদের জন্য হয়েছে কঠিন। এবার বুমরাহর ফুল টসে ওভারপ্রতি রান বেরিয়েছে ৭.৪২ করে। যেখানে বাকিদের এ ধরনের বলে রান বেরিয়েছে ওভারপ্রতি ১১.৫৮ করে। তার ইয়র্কার বল তো দুর্দান্ত, সেখানে ওভারপ্রতি রান হয়েছে স্রেফ ৫.৪৯ করে (বাকিদের ৬.৬৬ করে)।

বুমরাহর সঙ্গে দীর্ঘদিন কাজ করা সাবেক ভারতীয় পেসার বুমরাহকে তুলনা করলেন ‘সর্ব রোগের প্রতিষেধক’ হিসেবে, ‘সে একটা প্রতিষেধকের মতো, একটা টিকা যা যে কোনো অসুস্থতা সারাতে পারে, একটা বোলিং দলের যা  আশীর্বাদ। যদি তুমি উইকেট চাও, সে এসে তোমাকে উইকেট এনে দেবে। যদি তুমি রান থামাতে চাও, সে তোমার জন্য রান থামাবে। কী এক বোলার!’

আজ রোববার আইপিএলের ফাইনালে উঠতে আহমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের বিপক্ষে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। আরও একবার বড় মঞ্চে বুমরাহ ঝলকের অপেক্ষায় থাকবেন মুম্বাইর সমর্থকরা।

এইচ.এস/

আইপিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন