শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ মেয়র আতিকের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ৩রা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় সিটি কর্পোরেশনের নিবন্ধিত রিকশাচালকদের ছাতা বিতরণ করা হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশন যতগুলো নিবন্ধিত রিকশা আছে সবার কাছে পর্যায়ক্রমে ছাতা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

শুক্রবার (৩রা মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে এই ছাতা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

তাপদাহের তীব্রতা থেকে রক্ষা পেতে রিকশাচালকদের মধ্যে ছাতা, পানির বোতল, খাবার স্যালাইন বিতরণ করেছেন মেয়র। এসময় তিনি রিকশায় স্থাপনযোগ্য একটি ছাতা, পানি পানের বোতল ও ১২ প্যাকেট করে খাবার স্যালাইন বিতরণ করেন।

মেয়র আতিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দিন দিন দাবদাহ প্রকট হয়ে উঠছে। প্রতিদিন যাদের জীবিকার জন্য বাইরে বের হতে হয়, তাদের কষ্ট বেড়ে যাচ্ছে। সীমিত আয়ের মানুষ যারা আছেন, বিশেষ করে রিকশাচালক তাদের কষ্ট আরও বেশি। তারা যাতে অন্তত ছাতার ছায়ায় থাকতে পারেন এজন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ছাতা দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশন যতগুলো নিবন্ধিত রিকশা আছে সবাইকে ধাপে ধাপে এই ছাতা পৌঁছে দেওয়া হবে।


তিনি আরও বলেন, পানি পানের যে বোতল বিতরণ করা হচ্ছে সেটি আধা লিটারের। এর ফলে এটি সহজে বহনযোগ্য এবং সেটাতে প্রয়োজন মতো স্যালাইন তৈরি করে পান করা যাবে।

এইচআ/ 

মেয়র মো. আতিকুল ইসলাম রিকশাচালক ছাতা বিতরণ

খবরটি শেয়ার করুন