সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের দুই মাসের মাথায় সুখবর দিলেন সন্দীপ্তা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

গেল বছর ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। বিয়ের পর দুজনেই ব্যস্ত হয়ে পড়েন নিজেদের কাজ নিয়ে। তাই দূরে কোথাও মধুচন্দ্রিমাতেও যাননি এই দম্পতি। তবে কয়েক দিনের জন্য পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন সন্দীপ্তা-সৌম্য। বিয়ের দুই মাসের মাথায় এবার সুখবর দিলেন সন্দীপ্তা।

জানা গেছে, ফের বড় পর্দায় ফিরছেন সন্দীপ্তা। বাণী বসুরের গল্প অবলম্বনে ‘আপিস’ সিনেমার হাত ধরে দ্বিতীয় বার বড় পর্দায় আসছেন সন্দীপ্তা। যৌথভাবে সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ।

আরো পড়ুন: উত্তম কুমার তখনকার দিনে কত পারিশ্রমিক নিতেন

মূলত দুই নারীর জীবনের গল্পে নির্মিত হবে সিনেমাটি। এতে সন্দীপ্তা অভিনীত চরিত্রের নাম জয়িতা। সিনেমায় একজন চাকরিজীবী নারীর চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। 

যাকে সংসার এবং অফিস দুটোই সামলাতে হয়। জয়িতার জীবনের সঙ্গে মিলে যায় তার বাড়ির পরিচারিকার গল্প। আর সেই চরিত্রে অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী।

কয়েকদিন আগেই ‘আপিস’ সিনেমার শুটিং শেষ করেছেন সন্দীপ্তা। একদিকে নতুন সংসার, অন্যদিকে শুটিংয়ের চাপ। কীভাবে সব দিক সামলান তিনি? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, সৌম্যের বাবা-মা নেই। বাড়িতে সদস্য বলতে এখন আমি আর সৌম্য। তাই বিয়ের পরের সেই দায়দায়িত্ব কিংবা কোনো চাপ নিতে হয় না। সব মিলিয়ে বিশেষ কোনো চাপ হচ্ছেও না। আগের মতোই আছে সব কিছু।

এসি/ আই. কে. জে/ 


সুখবর সন্দীপ্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন