বুধবার, ৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অভিনয়ে বিনিয়োগ থেকে মুনাফা কম: প্রসূন আজাদ *** গত ১০ বছরে রুনা লায়লা যে কারণে অস্ট্রেলিয়া ট্যুরে যাননি *** শিশু মোস্তফা খতনা করাতে হাসিমুখে হাসপাতালে ঢুকেছিল, অতঃপর... *** সংখ্যালঘুদের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনা উদ্বেগজনক, ঠেকাতে উদ্যোগ নেই সরকারের: দেবপ্রিয় ভট্টাচার্য *** সাম্প্রদায়িক সহিংসতার তীব্রতায় গভীর ক্ষোভ, ভোট দেওয়া নিয়ে সংখ্যালঘুরা শঙ্কিত *** বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহনের ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত বাতিল চায় টিআইবি *** ফিলিস্তিনের জন্য সুখবর, লন্ডনে দূতাবাস উদ্বোধন *** এসে আমাকে ধরুন—ট্রাম্পকে এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর চ্যালেঞ্জ *** ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত *** মাদুরোর ওপর বাজি ধরে ৫ কোটি টাকা জিতলেন জুয়াড়ি

পুরুষ সহশিল্পীকে হেনস্তার অভিযোগ, যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল উইল স্মিথের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতেই গুরুতর যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত হলেন হলিউড অভিনেতা ও র‍্যাপার উইল স্মিথ। তারই পুরুষ সহশিল্পী, বেহালাবাদক ব্রায়ান কিং জোসেফ লস অ্যাঞ্জেলেসের আদালতে স্মিথের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযোগ প্রকাশ্যে আসতেই পশ্চিমী বিনোদন জগতে তীব্র চাঞ্চল্য।

হলিউড সূত্রে জানা গেছে, ‘বেসড অন আ ট্রু স্টোরি ২০২৫’ ট্যুরে উইল স্মিথের সফরসঙ্গী ছিলেন ব্রায়ান কিং জোসেফ। সেই ট্যুর চলাকালীনই স্মিথ নাকি তার প্রতি অনুচিত আচরণ করেন বলে অভিযোগ। আদালতে দাখিল করা মামলার নথি অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ২০২৫ সালের মার্চ মাসে, লাস ভেগাসে অবস্থানকালে। জোসেফের দাবি, ট্যুরের মাঝপথে একদিন হোটেলে ফিরে তিনি টের পান, তার অনুমতি ছাড়াই কেউ ঘরে প্রবেশ করেছে।

অভিযোগে বলা হয়েছে, ঘরের ভেতরে তিনি দেখতে পান যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা, ওয়াইপস, একটি বিয়ার বোতল, জনৈক ব্যক্তির নামে প্রেসক্রাইব করা এইচআইভির ওষুধ ও হাসপাতালের কিছু নথিপত্র।পাশাপাশি ছিল হাতে লেখা একটি চিঠি, যেখানে লেখা ছিল—“ব্রায়ান, আমি আর দেরি না করে ৫টা ৩০ মিনিটে ফিরে আসব। তখন শুধু আমরাই থাকব।”

ঘটনার পরই আতঙ্কিত হয়ে হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান জোসেফ। সেখান থেকেই তাকে জানানো হয়, ওই ঘরটি উইল স্মিথের টিমের পক্ষ থেকেই বুক করা এবং সেখানে প্রবেশের অনুমতি শুধুমাত্র স্মিথের টিমের সদস্যদেরই ছিল। এরপর তিনি বিষয়টি সরাসরি স্মিথের টিমকেও জানান।

তবে অভিযোগ অনুযায়ী, ঘটনার পরদিনই ব্রায়ান কিং জোসেফকে ট্যুর টিম থেকে বাদ দেওয়া হয়। প্রথমে তাকে জানানো হয়, ট্যুরের গন্তব্য পরিবর্তনের কারণেই এই সিদ্ধান্ত। কিন্তু পরে তিনি জানতে পারেন, তার জায়গায় অন্য এক বেহালাবাদককে নিয়োগ করা হয়েছে।

হঠাৎ করে চাকরি হারানোয় আর্থিক ক্ষতির মুখে পড়েন জোসেফ। এখানেই শেষ নয়—মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ট্যুর চলাকালীন উইল স্মিথ তার সঙ্গে নিয়মিত সময় কাটাতেন এবং একদিন নাকি বলেছিলেন, “আমাদের মধ্যে এমন একটি বিশেষ সম্পর্ক রয়েছে, যা আমার আর কারও সঙ্গে নেই।”

জোসেফের অভিযোগ, স্মিথ তাকে আরও যৌনভাবে শোষণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু বিষয়টি প্রকাশ্যে আসার আগেই স্মিথের টিমের সদস্যরা তাকে ভয় দেখান এবং টিম থেকে সরিয়ে দেন।

এই সব অভিযোগের ভিত্তিতেই লস অ্যাঞ্জেলেসের আদালতে উইল স্মিথের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা দায়ের করেছেন ব্রায়ান কিং জোসেফ। তবে এই অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত উইল স্মিথ বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জে.এস/

হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250