আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফর শেষ করেছেন। হোয়াইট হাউসে দুই দফায় আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে আলাপ হলেও গাজায় যুদ্ধবিরতি নিয়ে কোনো আশার আলো দেখা যায়নি। বলা চলে, নীরবেই ওয়াশিংটন ছেড়েছেন নেতানিয়াহু। তবে আমেরিকার সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, দুই পক্ষের মধ্যে বেশিরভাগ ইস্যুতেই ঐকমত্য হয়ে গেছে। তবে এখন মূল মোদ্দা হয়ে দাঁড়িয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতি।
স্কাই নিউজ জানিয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে আশ্বস্ত করেছেন যে, ৬০ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হলেও তাদের ভয়ের কোনো কারণ নেই। তিনি ফিলিস্তিনি গোষ্ঠীটিকে জানিয়েছেন, এ ৬০ দিনের যুদ্ধবিরতির পর ইসরায়েল গাজায় নতুন করে আর যুদ্ধ শুরু করবে না।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতির পথে বেশ কিছু অগ্রগতি হলেও একটি বড় ও গভীরভাবে বিভাজক ইস্যু এখনো অনিষ্পন্ন। কাতারে পরোক্ষভাবে বিভিন্ন পক্ষের মধ্যে ব্যাপক আলোচনা ও ওয়াশিংটনে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক থেকে এখনো ফলাফলের ঘোষণা আসেনি।
আলোচনার সঙ্গে সরাসরি যুক্ত দুটি নাম প্রকাশ না করার শর্তে স্কাই নিউজকে জানিয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে মূল মতপার্থক্য রয়ে গেছে গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) উপস্থিতি নিয়ে। এ ইস্যুতে ইসরায়েলের সামনে দুটি কঠিন পথ—যুদ্ধ থামিয়ে সব জিম্মিকে ফিরিয়ে নেওয়া এবং হামাসকে গাজায় থাকতে দেওয়া, অথবা অনির্দিষ্টকালের জন্য গাজা দখলে রাখা।
খবরটি শেয়ার করুন