বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এস আলমকে নিয়ে গভর্নর বললেন, ‘চোরের মায়ের বড় গলা’ *** গোলাম আযম জাতির 'শ্রেষ্ঠ সন্তান' হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়—প্রশ্ন মির্জা আব্বাসের *** শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে ‘টানাপোড়েন আছে’— এটা বাস্তবতা: পররাষ্ট্র উপদেষ্টা *** ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড *** অপারেটর করলেন ভুল, ক্যারি করলেন সেঞ্চুরি *** উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার বাংলাদেশি হুমকি সহ্য করা হবে না: আসামের মুখ্যমন্ত্রী *** আমাদের ‘নসিহত’ করা হয়েছে, নির্বাচন নিয়ে উপদেশ চাই না: তৌহিদ হোসেন *** ভারতে নারীর নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ *** বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে কী বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় *** হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

গাজা পরিস্থিতির ‘অসাধারণ অগ্রগতি’ হচ্ছে, ট্রাম্পের বাগাড়ম্বর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন গাজায় ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটানোর ক্ষেত্রে ‘অসাধারণ অগ্রগতি’ হচ্ছে। আজ বুধবার (২৫শে জুন) নেদারল্যান্ডসের দ্য হেগে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্প বলেছেন, ‘আমি মনে করি, গাজা পরিস্থিতির অসাধারণ অগ্রগতি হচ্ছে। আমি মনে করি, ইরানের ওপর যে হামলা আমরা চালিয়েছি, তার কারণেই এটা সম্ভব হচ্ছে।’ এর মাধ্যমে তিনি ইঙ্গিত দেন, ইরানের ওপর আমেরিকার হামলা গাজা পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়—ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলা গাজায় ইসরায়েলি বন্দীদের মুক্তির সম্ভাবনা বাড়াবে কী না। এর জবাবে তিনি বলেন, তিনি মনে করেন, এতে ‘সাহায্য হয়েছে কিছুটা।’ তিনি আরও যোগ করেন, ‘এ হামলার আগেই আমরা গাজা নিয়ে একটা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম।’

এর আগেও বিভিন্ন সময়ে গাজার যুদ্ধবিরতি নিয়ে বাগাড়ম্বর করেছেন ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের শুরুর দিকে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর একাধিকবার অঞ্চলটিতে যুদ্ধবিরতি ইস্যুতে বলা হয়েছিল যে, আলোচনা ‘খুব ভালো’ হচ্ছে। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। আবারও তিনি হাজির হয়েছেন কথার ফুলঝুড়ি নিয়ে। এবার দেখা যাক, ট্রাম্পের এ বাগাড়ম্বর কতটা কাজে দেয়।

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250