মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাড়বে তাপমাত্রা, রয়েছে বজ্রসহ বৃষ্টির শঙ্কাও

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫২ পূর্বাহ্ন, ৯ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বসন্তের প্রকৃতিতে এখন ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। দিনের শুরুতে কিছুটা আরাম অনুভূত হলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে তাপমাত্রা। এরই মধ্যে তাপমাত্রা আরও বাড়ার ও সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির শঙ্কার কথাও জানালো আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৮ই মার্চ) সন্ধ্যায় দেওয়া বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে তাপমাত্রা বাড়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের পূর্বাভাস বলছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় আজ শনিবার (৯ই মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা

আগামীকাল রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

তবে বর্ধিত ৫ দিনে দিন এবং রাতের তাপমাত্রা বাড়ার পাশাপাশি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

এসকে/ 

তাপমাত্রা বজ্রসহ বৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন