বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে পরীক্ষায় বসলেন সেই ৩৬ শিক্ষার্থী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২০ পূর্বাহ্ন, ৩০শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

পরীক্ষা শুরু হওয়ার দেড় ঘণ্টা আগে প্রবেশপত্র কার্ড পেলেন ঠাকুরগাঁয়ের রুহিয়া ডিগ্রি কলেজের সেই ৩৬ শিক্ষার্থীর ২৬ জন। তারমধ্যে জেনারেল শাখার ১১ জন এবং বিএম শাখার ১৫ জন রোববার (৩০শে জুন) সকাল সাড়ে ৮টায় প্রবেশপত্র পান। বাকি ১০ জনের পরীক্ষা বিকেলে হওয়ায় তাদের প্রবেশপত্র পান দুপুরের মধ্যে দেওয়া হবে।

শিক্ষার্থীরা গণমাধ্যমকে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রবেশপত্র পেয়ে আমরা খুব আনন্দিত। আমরা পরীক্ষা দিতে পারব কি না এটা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। পরীক্ষার আগে হলেও প্রবেশপত্র পেয়ে আমরা খুব আনন্দিত।

আরো পড়ুন: এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

রুহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মজিবর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা শনিবার (২৯শে জুন) রাতেই প্রবেশপত্র ডাউনলোড করে রেখেছি। রোববার সকাল ৮টা ৩০ মিনিটে বাচ্চাদের (শিক্ষার্থী) হাতে দিয়েছি। বিষয়টা আগে থেকে আমি জানতাম না। যদি আমাদের নজরে আসতো তাহলে এমনটা হতো না।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বেলায়েত হোসেন গণমাধ্যমকে বলেন, বিষয়টি নজরে আসার পর আমি প্রবেশপত্রের জন্য শিক্ষা বোর্ডে যোগাযোগ করি। তারা আমাকে আশ্বস্ত করে যে পরীক্ষার আগের রাতেই প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। সেভাবেই আমরা পরীক্ষার আগের রাতে তা ডাউনলোড করে রেখেছিলাম। সকাল সাড়ে ৮টায় তাদের প্রবেশপত্র দেওয়া হয়েছে।

এইচআ/ 


এইচএসসি রুহিয়া ডিগ্রি কলেজ

খবরটি শেয়ার করুন