শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ *** ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবেন না, আল্লাহ ছাড়া: সালাহউদ্দিন আহমদ *** নুরুল হকের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার *** নুরকে ফোনকল করেছেন প্রধান উপদেষ্টা, জানালেন গণঅধিকারের দপ্তর সম্পাদক *** নুরের ওপর হামলার বিচারবিভাগীয় তদন্ত করবে সরকার *** ৪ মাস ১৮ দিন পর পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা

চীনকে বাংলাদেশের ভালো বন্ধু হিসেবে দেখা জরুরি: ড. ইউনূস

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ২৯শে মার্চ ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘চীনকে আমাদের ভালো বন্ধু হিসেবে দেখাটা খুবই জরুরি। আমাদের (দুই দেশের) সম্পর্ক বহু বছর ধরে খুবই শক্তিশালী। আমাদের ব্যবসা খুব জোরদার এবং চীনের সঙ্গে আমাদের সহযোগিতা থেকে আমরা উপকৃত হই।’

সম্প্রতি চীনা সংবাদ সংস্থা সিনহুয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইউনূস বলেন, তিনি আশা করছেন চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক এক নতুন স্তরে প্রবেশ করবে। ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশের সবাই চীনের অর্জনে অনুপ্রাণিত।’ তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হলো—এক নতুন বাংলাদেশ পুনর্গঠন করা এবং বাংলাদেশের মানুষ আশা করে, তাদের দেশকে উন্নয়নের ক্ষেত্রে তারা চীনের অভিজ্ঞতা থেকে শিখতে পারবে।

চীনের দারিদ্র্য বিমোচন অর্জন সম্পর্কে ড. ইউনূস বলেন, বেশিরভাগ দেশ সাধারণ মানুষের চাহিদা পূরণের চেয়ে জিডিপি প্রবৃদ্ধির ওপর বেশি মনোযোগ দেয়, কিন্তু চীন নিম্ন আয়ের গোষ্ঠীর ওপর মনোযোগ দিয়েছে। তিনি বলেন, ‘এ কারণেই চীনারা খুব দ্রুত দারিদ্র্য কমাতে খুব সফল হয়েছে।’

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা উচ্চ-স্তরের উন্নয়নের সাক্ষী হয়েছে। চীন টানা ১৫ বছর ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার। বর্তমানে প্রায় ১ হাজার চীনা কোম্পানি বাংলাদেশে কাজ করছে, যার ফলে দেশে মোট ৫ লাখ ৫০ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে।

ড. ইউনূস উল্লেখ করেন, দুই দেশ ব্যাপক সহযোগিতার সম্পর্ক স্থাপন করেছে, যা অনেক ইতিবাচক ফলাফল দিয়েছে। তিনি বলেন, ‘চীন থেকে বাংলাদেশের আমদানি বাড়ছে। আমাদের শিল্প-ব্যবহার্য পণ্যের বেশিরভাগই চীন থেকে আসে।’

ভবিষ্যতের দিকে তাকিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস দুই দেশের মধ্যে অর্থনৈতিক পরিপূরকতা এবং তাদের বিশাল সহযোগিতার সম্ভাবনার ওপর জোর দেন। তিনি বলেন, তিনি আশা করেন যে, আরও বেশি চীনা বিনিয়োগকারী বাংলাদেশে আসবেন এবং স্থানীয় অংশীদারদের সঙ্গে মিলে এক বৃহত্তর বাজার উন্মুক্ত করবেন।

সম্প্রতি, বাংলাদেশি রোগী, চিকিৎসক এবং ট্রাভেল এজেন্সিগুলোর প্রথম দলটি চিকিৎসার জন্য চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে গিয়েছিল। এ বিষয়ে ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশ চীনের কাছ থেকে শিখতে পারে এবং জনগণের উপকারের জন্য একটি উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে পারে।

এইচ.এস/

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন