ছবি: সংগৃহীত
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। গতকাল সোমবার (১৫ই সেপ্টেম্বর) দিবাগত রাতের ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যান। আগামীকাল ১৭ই সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।
স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মঞ্জুরুল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানা গেছে, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যানসারের রোগী। তিনি এর আগেও চিকিৎসাসেবা নিতে সিঙ্গাপুরে গেছেন।
এদিকে স্বাস্থ্য উপদেষ্টার সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানামুখী আলোচনা-সমালোচনা চলছে নেটিজেনদের মধ্যে। সমালোচনার শিকার হচ্ছেন তিনিসহ আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যদের চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার বিষয়টির সমালোচনা করে আইন উপদেষ্টা ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। ওই পোস্ট শেয়ার করে নেটিজেনরা আসিফ নজরুলকে সমালোচনার 'কাঠগড়ায়' দাঁড় করাচ্ছেন।
আসিফ নজরুল ওই পোস্টে লেখেন, 'যদি ক্ষমতা থাকত আইন করতাম, বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না।' ২০২০ সালের ১২ই জুন তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই পোস্ট দেন। ২০২৪ সালের আগস্টে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টার দায়িত্ব পান। গত এক বছরের বেশি সময়ের মধ্যে আইন উপদেষ্টা হয়েও তিনি এরকম কোনো আইন প্রণয়নের উদ্যোগ করেননি। নেটিজেনরা বলছেন, আইন উপদেষ্টার ওই বক্তব্য আসলে 'কথার কথা'।
আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরে ওই ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘ক্ষমতা, চাকরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারবেন না। সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে। রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না। বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতি জরুরি ছাড়া কোনো সফরসঙ্গী নিতে পারবেন না, এ বিষয়ে সংসদকে জানাতে হবে।'
তিনি বলেন, 'জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে। তাদেরকে মহামান্য ও মাননীয় বলা নিষিদ্ধ হবে। তাদের ও পরিবারের দেশে-বিদেশে সকল সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে। দূদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধু তাদের বিষয়ে নজর রাখবে। অন্যান্য ক্ষেত্রেও আরও বহু কিছু করতাম। যারা লুটেরা, চোর আর সন্ত্রাসী–তাদের জীবন নরক বানিয়ে ছাড়তাম।'
আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরই আসিফ নজরুলের ভাইরাল হওয়া একই ফেসবুক পোস্ট শেয়ার করে অভিনেত্রী মেহের আফরোজ শাওন গত বছরের আগস্টে লিখেছেন ‘এখন নিশ্চয় হবে, আশায় আছি।’ কিন্তু কিছুই হয়নি। আসিফ নজরুলও এখন গণপরিবহনে যাতায়াত করেন না।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, 'স্বাস্থ্য উপদেষ্টার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়া ছাত্র-জনতাকে আহত করেছে। ওনার টাকা আছে, তাই উনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে পারছেন কিন্তু আমার দেশের জনগণের সে সামর্থ্য নেই।'
তিনি বলেন, 'স্বাস্থ্য উপদেষ্টা যদি সিঙ্গাপুরে যান, চিকিৎসা শেষে ফিরে এসে তিনি আর নৈতিকভাবে স্বাস্থ্য উপদেষ্টা থাকতে পারেন না।' ২০২৪ সালের ১১ই সেপ্টেম্বর বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ছাত্র জনতার মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সিঙ্গাপুরে না গিয়ে নিজের দেশের স্বাস্থ্য ব্যবস্থা সিঙ্গাপুরের মতো উন্নত করার পরামর্শ দেন তিনি।
খবরটি শেয়ার করুন