শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে দগ্ধদের চিকিৎসা খরচ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

গাজীপুরে দগ্ধদের চিকিৎসা খরচ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, দগ্ধ রোগীদের চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চিকিৎসার যাবতীয় ব্যয় তিনি নিজে বহন করবেন বলে স্বাস্থ্যমন্ত্রীকে অবগত করেছেন।

বৃহস্পতিবার (১৪ই মার্চ) সকালে আহতদের দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এসময় তিনি একথা জানান। সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রোগীদের উন্নত চিকিৎসা সেবার বিষয়ে বোর্ড সভা করেন স্বাস্থ্যমন্ত্রী।

আরো পড়ুন: মুশতাকের বিরুদ্ধে ধর্ষণ মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

সভায় সামন্ত লাল সেন রোগীদের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানতে চান। কতজন শিশু, কতজনের অবস্থা বেশি গুরুতর, কতজন আইসিইউ, এইসডিইউতে আছে- সেসবেরও খোঁজ নেন ।  

চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দগ্ধ রোগীদের শারীরিক কষ্ট অনেক। প্রতিটি রোগীকে নিজের পরিবারের সদস্যদের মতো করে আমাদের সবাইকে চিন্তা করতে হবে।

‘অনেকেরই অবস্থা অত্যন্ত আশংকাজনক। আমরা কিছু রোগীকে হয়তো বাঁচাতে পারবো না। কিন্তু কোনো রোগীর প্রতি শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের চেষ্টার যেনো অবহেলা না থাকে, তা নিশ্চিত করতে হবে,’ ডাক্তারদের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

গাজীপুরের কালিয়াকৈরে সিলিন্ডার থেকে বের হওয়া গ্যাসে আগুন ধরে শিশুসহ অন্তত ৩২ অগ্নিদগ্ধকে ভর্তি করা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

ভর্তি থাকা গাজীপুরের ৩২ অগ্নিদগ্ধের মধ্যে ৫ জন আইসিইউতে এবং ২ জন রয়েছেন এইচডিইউ। ১০ ভাগ পুড়ে গেছেন এমন রোগী একজন, ৯৫ ভাগ পুড়ে যাওয়া রোগী তিনজন, এবং ৫০ থেকে ১০০ ভাগ পুড়ে যাওয়া রোগী রোগী আছে ১৬ জন।

বুধবার (১৩ই মার্চ) বিকেলে কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলির চালা এলাকার একটি বাসার এক ভাড়াটিয়া নতুন গ্যাস সিলিন্ডার এনে কমপ্রেসর লাগানোর চেষ্টা করলে সিলিন্ডারের পিন‌ ভেঙ্গে গ্যাস বের হ‌তে থাকে

এইচআ/ 

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন গাজীপুর অগ্নিকাণ্ড চিকিৎসা খরচ

খবরটি শেয়ার করুন