রবিবার, ৫ই জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন বছরটা যেভাবে খেলতে চান ফারিন!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০১ পূর্বাহ্ন, ২রা জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

অসংখ্য নাটকে অভিনয় করে ভক্ত অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিন খান। দেশের গণ্ডি পেরিয়ে কাজ করছেন টলিউডেও। 

২০২৫ সালে নিজের কর্মপরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে ফারিন খান বলেন, ‘২০২৫ সালে ভালো ভালো কাজ করতে চাই। ২০২৪-এ অনেক কাজ করেছি। কিন্তু মনে হয়েছে নতুন বছর কাজ বাছাইয়ের ক্ষেত্রে আরেকটু যত্নশীল হতে হবে। সব মিলিয়ে পঁচিশ সালটা বুঝেশুনে খেলতে চাই।’

অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষতা রয়েছে ফারিণের। তবে গত বছর ফারিণ আরও যে বিষয়টি নিয়ে আলোচনায় ছিলেন, সেটি হচ্ছে তার গান! নিজের কণ্ঠে দর্শক মাতিয়েছেন একাধিকবার। জানা গেল, সেই ধারা নাকি নতুন বছরেও অব্যাহত রাখতে চান। সব মিলিয়ে বলা যায়, শোবিজ অঙ্গনে সফলতার সঙ্গে আরও একটি বছর পার করলেন তাসনিয়া ফারিণ।

নতুন বছরে বেশকিছু কাজ নিয়ে রয়েছে তার ব্যস্ততা। এর মধ্যে রয়েছে নতুন একটি সিনেমা ও নতুন একটি গান। অভিনয় ও গান একসঙ্গে চালিয়ে যাওয়া প্রসঙ্গে ফারিণ বলেন, ‘আমি কখনো প্ল্যান করে কিছু করি না। যেটা ভালো লাগে, সেটা নিয়েই কাজ করার চেষ্টা করি। সেই ভালো লাগা থেকে আমার দর্শকের জন্য নতুন একটি গান আসছে এটি নিশ্চিত। আর নতুন একটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা হচ্ছে। সেটাও মোটামুটি নিশ্চিত।’

আরও পড়ুন: নতুন বছর মাকে নিয়ে হজে যেতে চাই : মুশফিক ফারহান

তিনি আরও বলেন, ‘আমি হুটহাট মানুষকে বিশ্বাস করি। ২০২৪-এ বুঝতে পেরেছি সবাইকে এভাবে বিশ্বাস করা ঠিক না। এই শিক্ষাটা হয়েছে। যেটা ভবিষ্যতে কাজে লাগবে।’

এ সময় সবাইকে নতুন বছরের শুভেচ্ছাও জানান অভিনেত্রী। 

সবশেষে তিনি বলেন, ‘২০২৫-এর প্রথম সপ্তাহ থেকে ব্যস্ত থাকব। বছরের শুরুতেই বড় একটি প্রজেক্টের সঙ্গে যুক্ত হচ্ছি। যেটা নিয়ে অনেক পরিকল্পনা আছে। ফেস্টিভ্যালেও যাওয়া হবে। তবে নামটা এখনই বলা যাচ্ছে না। গুণী পরিচালকদের সঙ্গে কাজের ব্যাপারে কথা হচ্ছে। আমাকে সিনেমায় কবে দেখা যাবে সবাই জানতে চান। বছরের শেষের দিকে সেরকম একটি চমকও থাকবে।’

এসি/ আই.কে.জে/

ফারিন খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন