ছবি: সংগৃহীত
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি।
চিরকুট ব্যান্ডের বয়স প্রায় দুই যুগ হতে চলল। এ দীর্ঘ সময়ে মাত্র তিনটি অ্যালবাম প্রকাশ করেছে তারা। দুই বছর আগে চতুর্থ অ্যালবামের ঘোষণা দিয়েছিল চিরকুট। জানিয়েছিল, ‘পেন্ডুলাম’ নামের অ্যালবামের কাজ শুরু হয়েছে। সেই পেন্ডুলাম’ শেষ পর্যন্ত বদলে গেছে ভালোবাসাসমগ্রে। গতকাল রোববার (১১ই মে) প্রকাশ পেল চিরকুটের নতুন অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’-এর প্রথম গান ‘দামি’।
চিরকুটের চতুর্থ অ্যালবামে গান আছে ১০টি। ব্যান্ডের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেয়েছে এ অ্যালবামের প্রথম গান দামি। অন্য গানগুলোর শিরোনাম ‘উত্তরে ভালো না’, ‘ডাক’, ‘আগুন’, ‘হিয়া’, ‘মন কেন দিলে না’, ‘অসুখ সেরে যায়’, ‘ভালোবাসি তোমায়’, ‘দরদি’ ও ‘দিন যায়’। তিনটি গান প্রকাশ পাবে মিউজিক ভিডিও আকারে, বাকিগুলো পাওয়া যাবে লিরিক্যাল ভিডিও আকারে। এ সপ্তাহেই একসঙ্গে প্রকাশ পাবে গানগুলো।
অ্যালবামের নাম নিয়ে শারমিন সুলতানা সুমি বলেন, ‘আমি যতটুকু পৃথিবী দেখছি, আমার কাছে মনে হয়েছে—ভালোবাসা সবচেয়ে বড় এনার্জি। ভালোবাসা ছাড়া আমাদের কিছু বলার নাই, কিছু করার নাই। গানে গানে এটাই আমাদের ভাষা হোক। এ কারণেই আমাদের অ্যালবামের নাম রেখেছি ভালোবাসাসমগ্র। ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার হয় না। ভালোবাসা তো সর্বজনীন। নানা রকম ভালোবাসা নিয়েই এ অ্যালবামের গান। প্রতিটি গানে সবার অংশগ্রহণ ছিল। নানা ধরনের আলোচনা শেষে তৈরি হয়েছে এটি।'
এইচ.এস/
খবরটি শেয়ার করুন