রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিচ্ছেদের পর যা করেছিলেন জয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের একজন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলায়ও জনপ্রিয় তিনি। এমনকি তার অভিনয় দক্ষতা হিন্দি সিনেমার দর্শকদের কাছেও গ্রহণযোগ্য করে তুলেছে। সম্প্রতি তিনি কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। সেখানে উঠে আসে তার অভিনয়ে আসা, অভিনয়ের প্রতি ভালোবাসা, নাটক ছেড়ে বড় পর্দায় নাম লেখানো, দুই বাংলায় চলচ্চিত্র পুরস্কারসহ নানা প্রসঙ্গ। 

একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জয়া ব্যক্তিগত জীবনে মডেল ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন। ২০১১ সালে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে তাকে কথা বলতে দেখা যায় না বললেই চলে। সস্প্রতি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন কথা বলেন এ অভিনেত্রী।

আরো পড়ুন: নতুন করে খুশির খবর দিলেন রাশমিকা

ব্যক্তিগত জীবন নিয়ে জয়া আহসান বলেন, প্রত্যেকের জীবনে উত্থান-পতন রয়েছে। ওই সময়ে আমার সম্পূর্ণ ফোকাস কাজের দিকে ছিল। সাধারণত, এই সময়ে নারীরা তার মূল ফোকাস থেকে সরে যায়। আমার কাজ আমাকে সান্ত্বনা দেয়; যার ফলে আমি কাজকে এতটা ভালোবাসি। 

তবে প্রতিনিয়ত কাজ করার জন্য আমি মরিয়া ছিলাম না। আমি আমার এই জার্নিটাকে ভালোবাসি। মানুষ যখন আমার কাজের প্রশংসা করে, আমিও এটিকে সম্মান করি।

সূত্র:ফিল্মফেয়ার

এসি/ আই. কে. জে/

জয়া আহসান বিচ্ছেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন