সোমবার, ৩১শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুক স্টোরি থেকে আয়ের সুযোগ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৮ পূর্বাহ্ন, ২৬শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর এনেছে ফেসবুক। স্টোরি ভিউর মাধ্যমে অর্থ উপার্জনের নতুন সুযোগ চালু করেছে এ প্ল্যাটফর্ম। মনিটাইজেশনের আওতায় থাকা সব দেশের ক্রিয়েটর এ সুবিধা পাবেন। ফেসবুকে যেসব ক্রিয়েটরের মনিটাইজেশন চালু আছে, স্টোরি মনিটাইজেশন সক্রিয় করার জন্য তাদের নতুন করে কিছু করতে হবে না। খবর টেকক্রাঞ্চের।

এ নতুন ফিচারের মাধ্যমে এখন থেকে ক্রিয়েটররা পুরোনো কনটেন্টও তাদের স্টোরিতে পোস্ট করে আয় করতে পারবেন। যেমন যদি কোনো ক্রিয়েটর আগে রেসিপির ভিডিও তৈরি করে থাকেন এবং সেই ভিডিও এখন যদি স্টোরিতে পোস্ট করেন, তাহলে সেখান থেকেও অর্থ উপার্জন করতে পারবেন।

ফেসবুকের এক প্রতিনিধি ইয়াহুর টেকসাইট ‘টেকক্রাঞ্চ’কে জানিয়েছেন, স্টোরির আয় ভিউ নয়, কনটেন্টের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে। এ নতুন ফিচারের মাধ্যমে ফেসবুকের লক্ষ্য আরও বেশি কনটেন্ট তৈরি এবং ফেসবুক প্ল্যাটফর্মে ক্রিয়েটরদের সক্রিয়তা বাড়ানো।

এ ছাড়া ফিচারটির মাধ্যমে টিকটককে প্রতিযোগিতায় টেক্কা দেওয়ার চেষ্টা করছে ফেসবুক। গত বছর থেকে ফেসবুক বিভিন্ন ধরনের কনটেন্ট মনিটাইজেশন সুবিধা চালু করেছে; যেমন ইন-স্ট্রিম অ্যাডস এবং রিলস অ্যাডস। এ উদ্যোগের একটি অংশ হিসেবে স্টোরি মনিটাইজেশন চালু করা হলো।

ফেসবুক গত বছরের অক্টোবরে ঘোষণা করেছে, রিলসসহ অন্যান্য শর্ট ভিডিও কনটেন্ট থেকে পেমেন্ট ৮০ শতাংশ বেড়েছে। ২০২৪ সালে ফেসবুকে ক্রিয়েটররা দুই বিলিয়ন ডলারের বেশি আয় করেছেন।

২০১৭ সালে মনিটাইজেশন সুবিধা চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ফেসবুক ৪ মিলিয়নের বেশি ক্রিয়েটরকে পেমেন্ট দিয়েছে। এর মধ্য দিয়ে ফেসবুক প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করা এবং শেয়ার করা ক্রিয়েটরদের জন্য আরও বেশি লাভজনক হয়ে উঠেছে।

এইচ.এস/


ফেসবুক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন