ছবি: সংগৃহীত
ক্যাম্পাসের সব কার্যক্রম স্বাভাবিক করাসহ ৪টি দাবি নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে দেখা করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) শিক্ষার্থীরা।
বুধবার (৪ঠা সেপ্টেম্বর) সচিবালয়ে তারা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে দাবি-দাওয়া তুলে ধরেন।
দাবিগুলো হলো- ক্যাম্পাসের সকল কার্যক্রম স্বাভাবিক করা, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তির আওতায় আনা, অ্যাকাডেমিক ভবন ও নতুন ছাত্রাবাস ভবন নির্মাণ এবং নিটাকে সরকারিকরণ।
আরও পড়ুন: ‘শ্রমিকদের ইন্ধন দিচ্ছে আওয়ামী লীগ, আজ থেকে অ্যাকশন শুরু’
সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিয়েছেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।
এসময় বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার উপস্থিত ছিলেন।
এসি/কেবি