শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর *** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান *** তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক

এখনো চ্যাম্পিয়ন হওয়ার আশা ছাড়েনি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৫

#

জাকের আলী-শামীম হোসেন পাটোয়ারীর ৬১ বলে ৮৬ রানের অবিচ্ছেদ্য জুটিও যথেষ্ট হয়নি বাংলাদেশের জন্য। ছবি: এএফপি

এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে জাকের আলী অনিক, তাসকিন আহমেদরা চ্যাম্পিয়ন হওয়ার কথা বলেছিলেন দৃঢ় কণ্ঠে। হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। কিন্তু শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হয়ে বড়সড় ধাক্কা খায় বাংলাদেশ।

আবুধাবিতে গত রাতে (১৩ই সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। হারের চেয়ে এখানে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে নেট রানরেট। আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ প্রত্যেকের পয়েন্ট ২। কিন্তু নেগেটিভ নেট রানরেটের কারণে (‍‍-০.৬৫০) লিটনের দল ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকায় তিনে। প্রথম দুইয়ে থাকা আফগান ও লঙ্কার নেট রানরেট +৪.৭০ ও +২.৫৯৫। বাজে হারের পর বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন জাকের। ২৭ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘আমরা তো টুর্নামেন্ট শুধু ম্যাচ খেলার জন্য আসিনি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। এক ম্যাচ হারাতে আশা হারিয়ে ফেলা যাবে না।’

এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ বাকি এখন আফগানিস্তানের বিপক্ষে। রশিদ খানের নেতৃত্বাধীন আফগানরা যে কতটা ভয়ংকর, সেটা আর নতুন করে বলার নেই। হংকংকে ৯৪ রানে হারিয়ে তারা ২০২৫ এশিয়া কাপ অভিযান শুরু করে। প্রতিপক্ষ আফগানিস্তান হলেও ভয় পাচ্ছেন না জাকের। বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘আমরা জেতার জন্য খেলব। একই মানসিকতা থাকবে। এই ম্যাচেও (শ্রীলঙ্কা) আমরা জেতার মানসিকতা নিয়ে এসেছিলাম, হয়নি। পরের ম্যাচেও (আফগানিস্তান) জেতার মানসিকতা নিয়েই নামব।’

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ০ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। এমনকি প্রথম দুই ওভারে কোনো রানই করতে পারেনি লিটনের দল। জাকের-শামীমের ষষ্ঠ উইকেটে ৬১ বলে ৮৬ রানের অবিচ্ছেদ্য জুটিতে ১৩৯ রান যে যথেষ্ট হয়নি, সেটা লঙ্কানদের ৩২ বল হাতে রেখে জয়েই প্রমাণিত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘পাওয়ারপ্লেতেই আমরা ম্যাচ হেরে গেছি। ভালো উইকেটে ১৪০ রান করে ম্যাচ জিততে হলে আপনাকে ভালো বোলিং-ফিল্ডিং করতে হবে। সেটা আমরা পারিনি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা এখন বাঁচা-মরার ম্যাচ হয়ে গেছে।’

আবুধাবিতে বাংলাদেশ সময় পরশু রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। আফগানদের জন্য অবশ্য এটা গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ। শ্রীলঙ্কা আগামীকাল খেলতে নামবে হংকংয়ের বিপক্ষে। এই ম্যাচটি হবে দুবাইয়ে। নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ লঙ্কানরা আবুধাবিতে খেলবে ১৮ই সেপ্টেম্বর।

জে.এস/

এশিয়া কাপ বাংলাদেশ ক্রিকেট শ্রীলঙ্কা ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250