ছবি: সংগৃহীত
চার বছর পর আবারো একসঙ্গে কাজ করছেন শাকিব খান ও মাহিয়া মাহি। তাদের দেখা যাবে ‘রাজকুমার’ সিনেমায়। তবে এবার জুটি হয়ে নয় বরং মা-ছেলের ভূমিকায় দেখা যাবে তাদের। বিশেষ চমক থাকছে এই সিনেমায়। চমকের বিষয়টি গোপন রাখা হয়েছে। এ নিয়ে চুপ আছেন চিত্রনায়িকাও।
এর আগে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসা আজকাল’ সিনেমায় প্রথমবার একসঙ্গে হাজির হয়েছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা মাহিয়া মাহি।
আরো পড়ুন: ‘রাজকুমার ’ ভেঙে দেবে প্রিয়তমার সকল রেকর্ড!
বেশ কিছু সূত্র নিশ্চিত করেছে, ‘রাজকুমার’ সিনেমায় শাকিবের মায়ের চরিত্রে দেখা যাবে মাহিয়া মাহিকে। ইতিমধ্যেই শুটিং শেষ করেছেন মাহি। আর শাকিবের বাবা হয়ে পর্দায় আসবেন তারিক আনাম খান।
এদিকে, ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের পর শাকিব খান, প্রযোজক আরশাদ আদনান ও পরিচালক হিমেল আশরাফ ‘ত্রয়ী জুটি’র আখ্যা পেয়েছেন। এ ত্রয়ী এবার আসছেন ‘রাজকুমার’ নিয়ে।
এসি/