শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কাতারকে অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ দেওয়ার আলোচনা হতে পারে : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

কাতার চাইলে কোনো একটি অর্থনৈতিক অঞ্চলে তাদের বরাদ্দ দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

রোববার (২১শে এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির ঢাকা সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কাতারের আমির সোমবার (২২শে এপ্রিল) বিকেলে ঢাকায় পৌঁছাবেন। আমিরের সফরে মোট ১১টি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৬টি চুক্তি ও ৫টি সমঝোতা। যে ৬টি চুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে বন্দিবিনিময়, বাণিজ্য-বিনিয়োগ, দ্বৈত কর প্রত্যাহার, শুল্ক সুবিধা দেওয়ার জন্য সহযোগিতা প্রভৃতি।

এছাড়া যে ৫টি সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে —কাতারে জনশক্তি রপ্তানি, বন্দর ব্যবস্থাপনা সহযোগিতা, উভয় দেশের কূটনীতিকদের প্রশিক্ষণ- উচ্চশিক্ষা সহযোগিতা।

আরো পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেহেতু সৌদি আরবের সঙ্গে আমাদের রেফার্ড পেমেন্টে (এক বছরের বাকিতে) তেল কেনার চুক্তি রয়েছে, কাতারের আমিরের সফরে এই বিষয়ে আলোচনা হতে পারে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাংলাদেশ ও কাতারের বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ঢাকার একটি সড়কের নামকরণ কাতারের আমিরের নামে করার কার্যক্রম চলছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুরের কালশী এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণ করা হবে। 

হাছান মাহমুদ বলেন, ঢাকা সফরকালে মঙ্গলবার (২৩শে এপ্রিল) বিকেলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির এই দুটি স্থাপনা উদ্বোধনের কথা রয়েছে।

এইচআ/ 

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ঢাকা সফর কাতারের আমির

খবরটি শেয়ার করুন