মঙ্গলবার, ৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনেতারা জড়ো হয়েছেন সেন্ট পিটার্স স্কয়ারে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং হাজারো শোকাহত মানুষের উপস্থিতিতে রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে আয়োজন করা হয়েছে। খবর এএফপির।

এদিকে সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত ভক্তরা পিনপতন নীরবতায় অপেক্ষা করছিলেন। আজ শনিবার (২৬শে এপ্রিল) ভ্যাটিকানের স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় বেলা ২টা) বাজতেই শোভাযাত্রার মধ্য দিয়ে পোপ ফ্রান্সিসের কফিন নিয়ে আসা হলে উপস্থিত জনতা নীরবতা ভেঙে করতালি দেন। 

আজ শনিবার (২৬শে এপ্রিল) পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ৫০টির বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান শামিল হয়েছেন।

রোমান ক্যাথলিকদের প্রধান ধর্ম গুরু পোপ ফ্রান্সিস গত সোমবার ৮৮ বছর বয়সে মারা যান। শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য পোপের মরদেহবাহী কফিনটি তিনদিন ধরে সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় রাখা হয়েছিল। আর এ সময় ২ লাখ ৫০ হাজারের মতো মানুষ শ্রদ্ধা জানিয়েছেন।


ছবি: সংগৃহীত

আজ শনিবার (২৬শে এপ্রিল) পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্য দিয়ে ভ্যাটিকানের নয় দিনের আনুষ্ঠানিক শোককাল শুরু হয়েছে। আর এ শোককাল শেষে বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিক খ্রিষ্টানদের জন্য নতুন নেতা নির্বাচন করতে কার্ডিনালরা গোপন সমাবেশ (কনক্লেভ) করবেন।

এদিকে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানকে ঘিরে ইতালি ও ভ্যাটিকান সিটির কর্তৃপক্ষ বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এমনকি অনুষ্ঠানস্থলে নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে, যুদ্ধবিমান প্রস্তুত রাখা হয়েছে এবং এখানে অবস্থিত বিভিন্ন ভবনের ছাদে স্নাইপার মোতায়েন করা হয়েছে।

আরএইচ/

পোপ ফ্রান্সিস অন্ত্যেষ্টিক্রিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250