বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বসছে দেড় দশক পর *** প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের রোডম্যাপ চাইবে বিএনপি *** সংলাপ শেষে স্পষ্ট হবে সরকার কতটুকু সংস্কার বাস্তবায়ন করতে পারবে: প্রেস সচিব *** ট্রাম্প আমলে বাংলাদেশ–আমেরিকার সম্পর্ক কেমন? *** বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পেলেন শেখ বশিরউদ্দীন *** ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটেনকে চাপ লেবার এমপিদের *** দেশীয় সুতার ব্যবহার বাড়াতে ভারত থেকে স্থলপথে আমদানি বন্ধ *** আইপিএলে এবার সবচেয়ে বড় ছক্কা অভিষেক শর্মার *** সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ *** এশিয়ার সেরা সুপ্ত সম্ভাবনা বাংলাদেশের স্বাস্থ্যখাত

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের রোডম্যাপ চাইবে বিএনপি

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৪ পূর্বাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বুধবার (১৬ই এপ্রিল) দেখা করবে বিএনপির একটি প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার (১৫ই এপ্রিল) বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির দলীয় নির্ভরযোগ্য একাধিক সূত্র সুখবর ডটকমকে জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করাই থাকবে মূল আলোচনায়। এ ছাড়া নির্বাচন নিয়ে মনোভাব বোঝার চেষ্টা থাকবে বিএনপির পক্ষ থেকে। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হবে সেখানে।

বিএনপির নেতারা বলছেন, সরকারের তরফ থেকে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া নির্বাচন নিয়ে এরই মধ্যে একেকজন একেক মত দিচ্ছেন। সরকারের মেয়াদ বাড়ানোর পক্ষে জনমত গঠনের চেষ্টাও চলছে। এ অবস্থায় নির্বাচন নিয়ে একধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে পরিষ্কার হওয়া জরুরি বলে মনে করছে বিএনপি।

গত ৯ই এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছিলেন, ‘নির্বাচন নিয়ে নানা মহলে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সুনির্দিষ্ট র‍োডম্যাপ চাইব।’

এইচ.এস/

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন