ফাইল ছবি (সংগৃহীত)
আগামী ৭২ ঘণ্টা এবং পরবর্তী সময়ে দিনের তুলনায় রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, পৌষের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের কয়েক জায়গায় শৈত্যপ্রবাহ শুরু হবে। যা পরবর্তীতে বিস্তৃত হবে।
সোমবার (২৩শে ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে বলেন, “নতুন বছরের জানুয়ারি মাসের শুরুতে শৈত্যপ্রবাহ বিস্তৃত হবে। ফলে তাপমাত্রা এখন কমার দিকে যাবে। শুক্রবার থেকে বিক্ষিপ্তভাবে দুয়েক জায়গায় শৈত্যপ্রবাহ থাকবে।”
ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে এক থেকে দুটি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়; ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।
এদিকে আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে। ক্রমান্বয়ে এটি আরও গুরুত্বহীন হয়ে পড়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সোমবার ও মঙ্গলবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর পরবর্তী দিন বৃহস্পতিবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ওআ/কেবি
খবরটি শেয়ার করুন