ছবি: সংগৃহীত
আগামী ১০ থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত ৩ দিন অবকাশযাপনে রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সফরে যাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১০-১২ই ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত রাঙামাটি জেলার সাজেক সফর করবেন। এ উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীগণের গমনাগমনের প্রশাসনিক, আবাসন ব্যবস্থা ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আরো পড়ুন: দুইটি শৈত্যপ্রবাহ আসছে এ মাসেই
উল্লেখ্য, গত বছরের ২০-২২শে ডিসেম্বর পর্যন্ত ৩ দিন রাষ্ট্রপতির সাজেক সফরের সিডিউল থাকলেও পরে অনিবার্য কারণবশত সফরটি স্থগিত করা হয়। ওই সফরকে কেন্দ্র করে ১৮-২২শে ডিসেম্বর পর্যন্ত ৫ দিন সাজেকের সব কটেজ-রিসোর্ট বন্ধের সিদ্ধান্ত নেয় সাজেক কটেজ মালিক সমিতি। তবে আসন্ন সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানায়নি সাজেক কটেজ মালিক সমিতি।
এইচআ/ আই. কে. জে/
খবরটি শেয়ার করুন