শনিবার, ১২ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ‘কৃষকের বাজার’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৪

#

চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে সিন্ডিকেট ভেঙ্গে দিতে ন্যায্যমূল্যে কৃষকদের পণ্য বিক্রি ও ক্রেতাদের কিনতে পারার লক্ষ্যে চালু হয়েছে ‘কৃষকের বাজার’।

সোমবার (২৮শে অক্টোবর) মিরসরাই ফুটওভারব্রিজের নিচে পোস্ট অফিসের সামনে সবজির পসরা সেজে বসেছে কৃষকের বাজার। এর আগে, ২২শে আগস্ট থেকে বারইয়ারহাট ট্রাফিক মোড় চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয় ন্যায্যমূল্যে ডিম বিক্রি। পরদিন মিরসরাই পৌর সদরের ফুটওভারব্রিজের নিচে ন্যায্যমূল্যে ডিম বিক্রির আয়োজন করা হয়।

জানা গেছে, দিন যত অতিবাহিত হচ্ছে ততই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হুহু করে বাড়ছে। ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে গেছে জিনিসপত্রের দাম। আর এমন পরিস্থিতির জন্য দায়ী মধ্যসত্বভোগীদের সিন্ডিকেট। আর এমন সিন্ডিকেট ভেঙ্গে দিতে বেশ কিছু জনবান্ধব কর্মসূচী হাতে নিয়েছে মিরসরাই উপজেলা প্রশাসন।

এ ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মিরসরাই উপজেলাব্যাপী বিভিন্ন বাজারে চলছে বাজার মনিটরিং। এ কার্যক্রমের অংশ হিসেবে চলছে মোবাইল কোর্ট পরিচালনা। যেখানে প্রতিনিয়ত বেশিদামে পণ্য বিক্রি, মূল্য তালিকা সংরক্ষণ না করাসহ বিভিন্ন অপরাধে অর্থদণ্ড প্রদান করা হচ্ছে।

এ ছাড়া ন্যায্যমূল্যে কৃষকদের পণ্য বিক্রি ও ক্রেতাদের কিনতে পারার লক্ষ্যে চালু হয়েছে ‘কৃষকের বাজার’। গত ২৪শে অক্টোবর সকাল ৯টা থেকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে, উপজেলা কৃষি সম্প্রসারন অফিস ও বারইয়ারহাট পৌরসভার সহযোগিতায় বারইয়ারহাট ট্রাফিক চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে এ বাজারের যাত্রা শুরু হয়। কৃষকের বাজার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন পরবর্তীতে গতকাল সোমবার মিরসরাই ফুটওভারব্রিজের নিচে পোস্ট অফিসের সামনে সবজির পসরা সেজে বসেছে কৃষকের বাজার। এ ছাড়া পাশেই বসেছে ন্যায্যমূল্যে ডিম বিক্রির স্টল।

ওআ/কেবি

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন