শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে যাচ্ছে *** ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা *** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান

বাংলাদেশ সফরে এসেছেন মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন বিষয়ক সুইডিশ দূত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৫

#

সুইডেনের মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন বিষয়ক দূত ইরিনা শুলজিন-ন্যোনি। ছবি : সুইডেন দূতাবাস

গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা ও নাগরিক সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সফরে এসেছেন সুইডেনের মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন বিষয়ক দূত ইরিনা শুলজিন-ন্যোনি। খবর বাসসের। 

১১ থেকে ১৪ই নভেম্বর পর্যন্ত চলমান এ সফরে রাষ্ট্রদূত শুলজিন-ন্যোনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিসহ নাগরিক সমাজ, উন্নয়ন সহযোগী, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে বৈঠক করবেন।

আলোচনার মূল বিষয় হবে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষায় সহযোগিতা জোরদার করা। 

আজ (১২ই নভেম্বর) ঢাকায় সুইডেন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সুইডেন দীর্ঘদিন ধরে বৈশ্বিক পরিসরে মানবাধিকার রক্ষা ও উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। 

এ লক্ষ্যে দেশটি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক পরিসরে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সোচ্চার থাকতে একজন বিশেষ রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে।

রাষ্ট্রদূত শুলজিন-ন্যোনির দায়িত্বের অংশ হিসেবে তিনি লিঙ্গসমতা, গণতন্ত্র ও জবাবদিহিতা— এই তিনটি বিষয়ের ওপর সুইডেনের পররাষ্ট্রনীতির যে অগ্রাধিকার রয়েছে, তা বাস্তবায়নে কাজ করছেন।

বাংলাদেশে সুইডেন মানবাধিকার রক্ষায় উন্নয়ন সহযোগিতা, রাজনৈতিক সংলাপ ও নাগরিক সমাজের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে কাজ করছে। 

এর মধ্যে রয়েছে— নারীদের ক্ষমতায়ন, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, শিক্ষা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিত করার মতো উদ্যোগ।

সফরটি বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর সঙ্গে সুইডেনের অংশীদারিত্বকেও গুরুত্ব দিচ্ছে। 

২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশের প্রথম ওএইচসিএইচআর মিশন প্রতিষ্ঠার জন্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে এই সহযোগিতা আরও সুদৃঢ় হয়েছে।

এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হচ্ছে জবাবদিহিতা বৃদ্ধি, জাতীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা জোরদার করা এবং নাগরিক পরিসর রক্ষা করা।

সুইডেনের নমনীয় অর্থায়নের কারণে ওএইচসিএইচআর তার উপস্থিতি বজায় রাখতে এবং কার্যকর ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। 

এর মধ্যে রয়েছে গুমের ঘটনা অনুসন্ধান কমিশনকে সহায়তা, যা প্রায় দুই লাখ মামলার তথ্য নথিভুক্ত করেছে।

এই সহযোগিতার মাধ্যমে সুইডেন এবং ওএইচসিএইচআর একসঙ্গে ন্যায়বিচার, লিঙ্গ সমতা ও অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থার অগ্রগতি ঘটিয়ে যাচ্ছে। 

তারা জাতীয় মানবাধিকার কমিশন, আইন সংস্কার, তরুণ প্রজন্ম ও উদীয়মান নাগরিক সমাজের প্রতিনিধিদের ক্ষমতায়নেও সহায়তা করছে।

জে.এস/

সুইডেন দূত ইরিনা শুলজিন-ন্যোনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250