ছবি : সংগৃহীত
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আজ দেশে ফিরছেন। বৃহস্পতিবার (৮ই আগস্ট) দুপুরে দেশে ফেরার কথা রয়েছে তার।
বুধবার (৭ই আগস্ট) ইউনূস সেন্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
ঢাকায় ফিরে তিনি রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নেবেন। তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সঙ্গে দায়িত্ব নেবেন, নাকি পরে দায়িত্ব নেবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
আরো পড়ুন : আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে যে বার্তা দিলেন সজীব ওয়াজেদ জয়
সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার নিয়ে উত্তাল ছিল পুরো দেশ। শিক্ষার্থীদের এই আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার বিদায়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের কারণে দেশ প্রায় অচল হয়ে গেছে। আজ অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলে দেশ আবার স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান।
এস/কেবি
খবরটি শেয়ার করুন