ছবি: সংগৃহীত
টালিউডের বর্ষীয়ান জনপ্রিয় অভিনেত্রী মুনমুন সেন এখন আর সিনেমায় নিয়মিত নন। গত বছর তিনি ছোট ছবি ‘ক্যাবেজ’-এ অভিনয় করেছিলেন। দর্শক ও সমালোচকরা প্রশংসা করেছিলেন সেই ছবির। চলতি বছর তিনি আবার ছোট ছবিতে অভিনয় করতে যাচ্ছেন।
প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায়ের ‘সহচরী’তে তিনি আর সুস্মিতা চট্টোপাধ্যায় আছেন। নতুন ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুনমুন সেন বলেন, তিনি নিজের দুই মেয়ে ছাড়া বাকি অন্য কোনো অভিনেতা-অভিনেত্রীর মা বা মাসির চরিত্রে অভিনয় করতে পারবেন না, তা সম্ভব নয়। খবর আনন্দবাজার পত্রিকার।
টেলি এক সাক্ষাৎকারে মুনমুন বলেন, বিষয়টি বলে দিলে ছবি দেখার আনন্দ মাটি। তাই আগাম কিচ্ছু জানাব না। ছোট ছবিতে বড় ভাবনা দেখানোর চেষ্টা করেছি আমরা। বাকিটা দর্শকদের ওপরে ছেড়ে দিলাম।
অভিনেত্রী বলেন, এটুকু বলতে পারি—আমি আর সুস্মিতা মিলে অভিনয় করেছি। আর কেউ নেই। একদিনেই ‘সহচরী’র শুটিং শেষ।
মুনমুন বলেন, সুস্মিতা এ প্রজন্মের অভিনেত্রী... কথা ফুরানোর আগেই ফোনের ওপারে উচ্ছ্বসিত বর্ষীয়ান অভিনেত্রী। জানালেন খুব মিষ্টি। দারুণ সপ্রতিভ। সাবলীল অভিনয় করেন সুস্মিতা। একটু থেমে অভিনেত্রী বলেন, আমরা একদিনই কাজ শেষ করেছি। এর বেশি আর কী-ই বা বুঝব?
নাম নিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ের। যেমন সুন্দর দেখতে তেমনই ধারালো অভিনয়। নিশ্চয়ই ওর সঙ্গেও কাজ করব কোনো না কোনো একদিন, আশা সুচিত্রা সেনকন্যার।
মুনমুন মানেই আশির দশক জনপ্রিয় অভিনেত্রী। তাপস পাল, চিরঞ্জিৎ চক্রবর্তী ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের মতো তারকা অভিনেতাদের সঙ্গে একের পর এক হিট ছবি। বহু বছর তিনি বড়পর্দা থেকে দূরে আছেন।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন