বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমাদের ‘নসিহত’ করা হয়েছে, নির্বাচন নিয়ে উপদেশ চাই না: তৌহিদ হোসেন *** ভারতে নারীর নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ *** বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে কী বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় *** হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার *** দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা *** সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি দাবিতে সিপিজের বিবৃতি *** বাংলাদেশের হাইকমিশনারকে তলবের পর বিবৃতি, যা জানাল দিল্লি *** ওসমান হাদির স্বাস্থ্যের সবশেষ তথ্য জানাল ইনকিলাব মঞ্চ *** শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা *** সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

৬০ দিনের যুদ্ধবিরতি চেয়ে ট্রাম্পকে হামাসের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০০ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছে। চিঠিতে তারা মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেছে, ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির নিশ্চয়তা দিতে। বিনিময়ে গাজায় আটক রাখা জিম্মিদের অর্ধেককে সঙ্গে সঙ্গে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে হামাস।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ও আলোচনায় সরাসরি জড়িত আরেকটি সূত্র। চিঠিটি এই সপ্তাহেই ট্রাম্পের হাতে পৌঁছানোর কথা রয়েছে।

বিশ্ব মঞ্চে বিভিন্ন সংকটে মধ্যস্থতাকারীর ভূমিকা রাখার চেষ্টা করে যাচ্ছেন ট্রাম্প। তিনি বারবার হামাসকে আহ্বান জানিয়েছেন, ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলে নৃশংস হামলার সময় যেসব জিম্মি নেওয়া হয়েছিল, তাদের সবাইকে মুক্তি দিতে। গত সপ্তাহে ইংল্যান্ড সফরে গিয়ে ট্রাম্প বলেছিলেন, জিম্মিদের মুক্তি চান তিনি ‘এখনই—এই মুহূর্তে।’

এ মাসের শুরুর দিকে ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে হামাসকে তার ভাষায় ‘শেষ সতর্কবার্তা’ দেন। তিনি লিখেছিলেন, ‘সবাই জিম্মিদের বাড়ি ফেরাতে চায়। সবাই এই যুদ্ধের অবসান চায়! ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে। এখন হামাসেরও সময় হয়েছে মেনে নেওয়ার। আমি হামাসকে সতর্ক করেছি, শর্ত না মানলে এর পরিণতি হবে ভয়াবহ। এটিই আমার শেষ সতর্কবার্তা, আর কোনো সতর্কবার্তা আসবে না!’

এর আগে চলতি বছরের ৫ই মার্চ ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট আবারও শেষ সতর্কবার্তা দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ‘জিম্মিদের এখনই মুক্তি দাও, কোনো দেরি নয়। আর যাদের হত্যা করেছ, তাদের মৃতদেহগুলোও অবিলম্বে ফিরিয়ে দাও। নইলে তোমাদের শেষ হয়ে যাবে।’

হামাসকে সতর্ক করে বলেন, ‘আমি ইসরায়েলকে এর (হামাসকে শেষ করার জন্য) জন্য সবকিছু পাঠাচ্ছি, যাতে কাজটা শেষ করা যায়। যদি আমার কথা না মানো, কোনো হামাস সদস্যই নিরাপদ থাকবে না। আমি মুক্তি পাওয়া জিম্মিদের সঙ্গে দেখা করেছি, তোমরা তাদের জীবন ধ্বংস করে দিয়েছ। এটিই তোমাদের প্রতি শেষ সতর্কবার্তা! এখনই জিম্মিদের মুক্তি দাও, নইলে পরে ভয়ংকর মূল্য দিতে হবে!’

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প হামাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250