মঙ্গলবার, ১৪ই জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মাছির আশায় মুখে মধু মেখেছিলেন শাহরুখ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

সঞ্জয়লীলা বানসালির দারুণ ব্যবসাসফল সিনেমাটি হচ্ছে ‘দেবদাস’। অনেকে বলেন, শাহরুখ তার ক্যারিয়ারের সেরা অভিনয় করেছিলেন এই সিনেমায়। এখানে তিনি দেবদাস চরিত্রে অভিনয় করেন।   

সিনেমাটির শেষে শাহরুখ যখন মারা যান, সেই দৃশ্য আজও সিনেমাপ্রেমীদের চোখে জল আনে। মৃত শাহরুখের মুখে মাছি ভনভন করছে এমন দৃশ্য তখন বেশ সাড়া ফেলেছিলো। এই দৃশ্যে অভিনয়ের জন্য শাহরুখ মুখে মধু মেখে নেন, যাতে মাছি বসে!

হ্যাঁ, এমনটাই করেছিলেন বলিউড বাদশা। সম্প্রতি এই সত্য সামনে এনেছেন ‘দেবদাস’ সিনেমার সহপরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। সেখানে তিনি শাহরুখ খানের অভিনয়ের প্রতি যে নিষ্ঠা, তার প্রশংসা করেন।

বিক্রমাদিত্য মোতওয়ানে বলেন, “আমি শাহরুখকে নিয়ে একটি ঘটনা বলবো। আমরা দেবদাসের ক্লাইম্যাক্সের শুটিং করছিলাম যেখানে শাহরুখের চরিত্রটি মারা যায় এবং ঐশ্বরিয়া তার কাছে দৌঁড়ে আসে। শাহরুখ একটি গাছের নীচে শুয়ে ছিলেন। হঠাৎ, তিনি একজন সহকারীকে জিজ্ঞাসা  করলেন, ‘তোমরা কি আমাকে একটু মধু এনে দিতে পারো?’ আমরা কেউ বুঝতে পারিনি বিষয়টি। তবুও তাকে মধু এনে দেওয়া হয়। তিনি তখন  কিছু মধু নিয়ে তার মুখে লাগিয়ে নিলেন।

আরও পড়ুন: নতুন রূপে ভক্তদের চমকে দিলেন শাবনূর

তিনি আরও বলেন, ‘তিনি এটা করেছিলেন যাতে তার মুখে মাছি বসে থাকে। ঠিক যেমন একজন মৃত ব্যক্তির মুখে মাছি বসে থাকে। এটি একদম শাহরুখের আবিষ্কার ছিলো।’ নির্মাতা বলেন, ‘শাহরুখ সবসময় কীভাবে দৃশ্যটি আরও ভালো করা যায়, তার জন্য চেষ্টা করেন।’

উল্লেখ্য, বিক্রমাদিত্য মোতওয়ানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব্ল্যাক ওয়ারেন্ট’। এটি নেটফ্লিক্সে মুক্তি পেয়ছে। 

সূত্র: এনডি টিভি

এসি/ আইকেজে

শাহরুখ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন