শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরান থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেবে ইরান, নেপথ্যে পানি *** গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের *** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর

ব্র্যাড পিটের বাড়িতে যা ঘটল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

হলিউড অভিনেতা ব্র্যাড পিটের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে হানা দিয়ে লুটপাট করেছে একদল চোর। লস ফেলিজ এলাকায় অবস্থিত বাড়িটিতে গত বুধবার (২৫শে জুন) গভীর রাতে তিনজন চোর একটি সামনের জানালা দিয়ে ঢোকে এবং পুরো বাড়িটি তছনছ করে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে বাড়িটির মালিকানা নিশ্চিত করেনি, তবে সংশ্লিষ্ট ঠিকানাটি ব্র্যাড পিট ২০২৩ সালে কেনা একটি বাড়ির সঙ্গেই মিলে গেছে বলে জানা গেছে। পুলিশ জানায়, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে তিনজন চোর বাড়িতে ঢুকে পড়েন। তারা কী চুরি করেছেন, তা এখনো পরিষ্কার নয়। পুলিশ চুরি হওয়া জিনিসগুলোর আর্থিক মূল্যও এখনো জানায়নি।

অভিনেতা ব্র্যাড পিট চুরির সময় বাড়িতে ছিলেন না। নতুন সিনেমা এফ১-এর লন্ডন প্রিমিয়ারে অংশ নিতে তিনি ব্রিটেনে আছেন। তার সঙ্গে আরও আছেন টম ক্রুজ এবং সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটন। তিন শয়নকক্ষবিশিষ্ট বিশাল এ বাড়ি গ্রিফিথ পার্কের ঠিক বাইরে অবস্থিত। এটি একটি উঁচু প্রাচীর ও ঘন গাছপালায় আচ্ছাদিত। ফলে বাড়িটি জনসাধারণের দৃষ্টিগোচর হয় না।

ব্র্যাড পিটের এ বাড়িতে চুরির ঘটনা লস অ্যাঞ্জেলেসে সেলিব্রিটিদের লক্ষ্য করে ঘটতে থাকা অপরাধের সর্বশেষ সংযোজন। এর আগে নিকোল কিডম্যান ও কিথ আরবানও অনুরূপ ঘটনার শিকার হন। গত মাসেও পিটের সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টনের বাড়িতে একজন ব্যক্তি গাড়ি চালিয়ে গেট ভেঙে ঢোকার চেষ্টা করেন। পরে তাকে স্টকিং ও ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ব্র্যাড পিটের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে এবং চোরদের শনাক্তের চেষ্টা করছে।

হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250