বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়বে *** বয়স ১৬ না হলে ইউটিউবে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া *** বলিউড অভিনেতা দীলিপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক বাড়ি সংস্কার করছে পাকিস্তান *** আগামীকাল খসড়া সনদ রাজনৈতিক দলগুলোকে দেওয়ার আশা করছি: আলী রীয়াজ *** নিউইয়র্কে বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত *** হিন্দুপল্লিতে হামলা: গ্রেপ্তার পাঁচজন কারাগারে, রিমান্ড শুনানি কাল *** সংসদ নির্বাচনে ৭ শতাংশ আসনে থাকবে নারী প্রার্থী, প্রস্তাব ঐকমত্য কমিশনের *** ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু *** ৩৯ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আসছে, খসড়া চূড়ান্ত *** ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিশ্বকে দেখিয়েছে, ইরানের ভিত্তি কতটা মজবুত: খামেনি

ব্র্যাড পিটের বাড়িতে যা ঘটল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

হলিউড অভিনেতা ব্র্যাড পিটের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে হানা দিয়ে লুটপাট করেছে একদল চোর। লস ফেলিজ এলাকায় অবস্থিত বাড়িটিতে গত বুধবার (২৫শে জুন) গভীর রাতে তিনজন চোর একটি সামনের জানালা দিয়ে ঢোকে এবং পুরো বাড়িটি তছনছ করে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে বাড়িটির মালিকানা নিশ্চিত করেনি, তবে সংশ্লিষ্ট ঠিকানাটি ব্র্যাড পিট ২০২৩ সালে কেনা একটি বাড়ির সঙ্গেই মিলে গেছে বলে জানা গেছে। পুলিশ জানায়, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে তিনজন চোর বাড়িতে ঢুকে পড়েন। তারা কী চুরি করেছেন, তা এখনো পরিষ্কার নয়। পুলিশ চুরি হওয়া জিনিসগুলোর আর্থিক মূল্যও এখনো জানায়নি।

অভিনেতা ব্র্যাড পিট চুরির সময় বাড়িতে ছিলেন না। নতুন সিনেমা এফ১-এর লন্ডন প্রিমিয়ারে অংশ নিতে তিনি ব্রিটেনে আছেন। তার সঙ্গে আরও আছেন টম ক্রুজ এবং সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটন। তিন শয়নকক্ষবিশিষ্ট বিশাল এ বাড়ি গ্রিফিথ পার্কের ঠিক বাইরে অবস্থিত। এটি একটি উঁচু প্রাচীর ও ঘন গাছপালায় আচ্ছাদিত। ফলে বাড়িটি জনসাধারণের দৃষ্টিগোচর হয় না।

ব্র্যাড পিটের এ বাড়িতে চুরির ঘটনা লস অ্যাঞ্জেলেসে সেলিব্রিটিদের লক্ষ্য করে ঘটতে থাকা অপরাধের সর্বশেষ সংযোজন। এর আগে নিকোল কিডম্যান ও কিথ আরবানও অনুরূপ ঘটনার শিকার হন। গত মাসেও পিটের সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টনের বাড়িতে একজন ব্যক্তি গাড়ি চালিয়ে গেট ভেঙে ঢোকার চেষ্টা করেন। পরে তাকে স্টকিং ও ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ব্র্যাড পিটের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে এবং চোরদের শনাক্তের চেষ্টা করছে।

হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন