সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

শুল্ক নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন যাচ্ছে পাকিস্তান: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ৩১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে চুক্তির জন্য আলোচনা করতে পাকিস্তানি প্রতিনিধিরা আগামী সপ্তাহে আমেরিকা যাচ্ছেন। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল শুক্রবার (৩০শে মে) এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আমেরিকা গত মাসে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওপর শুল্ক ঘোষণা করে। যদিও পরে শুল্কের বেশিরভাগ অংশই কিছুদিনের জন্য স্থগিত করে বেজলাইন ১০ শতাংশ শুল্ক সবার জন্যই নির্ধারণ করা হয়। তবে এ শুল্ক কার্যকর হলে পাকিস্তানি পণ্যের ওপর আমেরিকার আরোপ করা শুল্ক হতে পারে ২৯ শতাংশ। এর ফলে বিশ্বের বৃহত্তম অর্থনীতির সঙ্গে পাকিস্তানের ৩ বিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত হ্রাস পেতে পারে।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের মধ্যে ফোনে কথা বলার মাধ্যমে পারস্পরিক শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে পাকিস্তানের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। তবে মন্ত্রণালয় সফরের বিষয়ে কোনো অবস্থান জানায়নি।

আমেরিকার প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বিমান এয়ারফোর্স ওয়ান থেকে নামার পর যৌথ বিমানঘাঁটি অ্যান্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘পাকিস্তানের প্রতিনিধিরা আগামী সপ্তাহে আসছেন।’ প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘আপনারা জানেন, আমরা ভারতের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি আছি।’

এইচ.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন