ছবি: সংগৃহীত
মাস দুয়েক আগে ‘হুব্বা’ সিনেমা পরিচালক ব্রাত্য বসু ঘোষণা দিয়েছিলেন তার নতুন সিনেমায় দেখা যাবে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। কথা ছিল অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু হবে সিনেমার শুটিং। কথা অনুযায়ী ‘শেকড়’ কলকাতার বীরভূমে শুরু হয়েছে সিনেমার শুটিং। বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) থেকেই শুটিংয়ে যোগ দিয়েছেন চঞ্চল। তথ্যসূত্র: এই সময়।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ ছোটগল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘শেকড়’। মূলত, দুই গ্রামের বয়স্ক নারী-পুরুষের চরিত্রকে ঘিরে এগিয়ে যাবে সিনেমার গল্প।
শুটিংয়ের ফাঁকে স্থানীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চঞ্চল চৌধুরী বলেন, ‘গ্রাম আমায় বরাবর টানে। একটা টান অনুভব করি। বর্তমানে ঢাকায় বসবাস করলেও আমি তো গ্রামেরই ছেলে। এই সিনেমা করতে গিয়ে আমি বারবার পেছন ফিরে তাকিয়েছি। এখানে বাবা-ছেলের একটা সুন্দর সম্পর্ক দেখা যাবে।’
এই সিনেমায় বৃদ্ধের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা লোকনাথ দে। বৃদ্ধা নারীর চরিত্রে অভিনয় করবেন সীমা বিশ্বাস। লোকনাথের ছেলের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। চঞ্চলের স্ত্রীর চরিত্রে আছেন পৌলমী বসু।
এই সিনেমায় অভিনয় করার বিশেষ কারণের কথাও বলেছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, 'আমার বাবার চরিত্রটার সঙ্গে আমার ব্যক্তি জীবনের বহু মিল। এই চরিত্রটা ডিমেনশিয়ায় আক্রান্ত, যিনি সমস্ত কিছু মুহূর্তের মধ্যে ভুলে যান। আমার বাবাও শেষ জীবনে এই রোগে আক্রান্ত ছিলেন। এজন্য সিনেমাটি আমাকে বেশি টেনেছে।'
চঞ্চল চৌধুরী, সীমা বিশ্বাস, লোকনাথ দে, পৌলমী বসু ছাড়াও এ সিনেমায় আছেন অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনসূয়া মজুমদার, অনুজয় চট্টোপাধ্যায়, নারায়ণ গোস্বামী প্রমুখ।
এটি প্রযোজনা করেছেন ফিরদৌসুল হাসান। সঙ্গীত পরিচালনায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। আগামী বছর মার্চে সিনেমাটি মুক্তির পরিকল্পনা আছে বলে জানান নির্মাতা ব্রাত্য বসু।
জে.এস/
খবরটি শেয়ার করুন