বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সহজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩০ পূর্বাহ্ন, ২৭শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের টিকেট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভির বিরুদ্ধে আর্থিক জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। শর্ত পূরণ না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। 

রোববার (২৬শে মে) সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের বৈঠকে সহজ ডটকম নিয়ে আলোচনা করা হয়েছিল। পরে সহজ-সিনেসিস-ভিনসেন জেভির কী পরিমাণ যন্ত্রাংশ স্থাপন করার কথা ছিল এবং কী পরিমাণ তারা স্থাপন করেছে, রেলপথ মন্ত্রণালয়ের কাছে তা জানতে চেয়েছিল কমিটি। দুই মাসের মধ্যে যন্ত্রাংশ স্থাপনে ব্যর্থ হলে সহজ-সিনেসিস-ভিনসেন জেভির সঙ্গে চুক্তি বাতিলেরও সুপারিশ করা হয়েছিল। 

আরো পড়ুন: আদালতের রায় অনুযায়ী সরকার তারেককে ফিরিয়ে আনবে : প্রধানমন্ত্রী

সে অনুযায়ী রোববারের বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবেদন দেওয়া হয়। সেখানে সাতটি চুক্তির মধ্যে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি মাত্র দুটি চুক্তি শেষ করেছে বলে উল্লেখ করা হয়েছে। বাকি পাঁচটির মধ্যে একটি চুক্তিতে ১৫০ স্টেশনে কম্পিউটারাইজড কথা থাকলেও ৩০টিতে করা হয়েছে। বাকি ৪টি এখনও সম্পূর্ণ হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এতে বলা হয়েছে, সহজ-সিনেসিস-ভিনসেন জেভি যে সকল যন্ত্রাংশ এখনো সরবরাহ করতে পারেনি, তা হলো টিকেট ভেন্ডিং মেশিন, জায়ান্ট স্ক্রিন ডিসপ্লে, সার্ভিস কি কিয়োস্ক এবং জিপিএস ট্রেন ট্যাকার। প্রতিবেদনে বলা হয়েছে, যন্ত্রাংশগুলো দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

এতে আরও বলা হয়, যে সকল শর্তে ডেমো ট্রেন আমদানি করা হয়েছিল তার যথাযথ বাস্তবায়ন না হয়ে থাকলে সরবরাহকারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা এবং সহজ-সিনেসিস-ভিনসেন জেভি রেলপথ মন্ত্রণালয়ের সঙ্গে সম্পাদিত চুক্তি মোতাবেক সব শর্ত পূরণ না করায় প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানাসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এইচআ/ আই.কে.জে

জরিমানা সহজ ডটকম

খবরটি শেয়ার করুন