বুধবার, ৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অভিনয়ে বিনিয়োগ থেকে মুনাফা কম: প্রসূন আজাদ *** গত ১০ বছরে রুনা লায়লা যে কারণে অস্ট্রেলিয়া ট্যুরে যাননি *** শিশু মোস্তফা খতনা করাতে হাসিমুখে হাসপাতালে ঢুকেছিল, অতঃপর... *** সংখ্যালঘুদের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনা উদ্বেগজনক, ঠেকাতে উদ্যোগ নেই সরকারের: দেবপ্রিয় ভট্টাচার্য *** সাম্প্রদায়িক সহিংসতার তীব্রতায় গভীর ক্ষোভ, ভোট দেওয়া নিয়ে সংখ্যালঘুরা শঙ্কিত *** বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহনের ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত বাতিল চায় টিআইবি *** ফিলিস্তিনের জন্য সুখবর, লন্ডনে দূতাবাস উদ্বোধন *** এসে আমাকে ধরুন—ট্রাম্পকে এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর চ্যালেঞ্জ *** ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত *** মাদুরোর ওপর বাজি ধরে ৫ কোটি টাকা জিতলেন জুয়াড়ি

প্রভাসের আকাশছোঁয়া পারিশ্রমিক, ‘স্পিরিট’-এ কত পাচ্ছেন তৃপ্তি?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৭ পূর্বাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন ছবি ‘স্পিরিট’ ঘিরে আলোচনা যেন থামছেই না। বছরের শুরুতেই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই ফের বিতর্ক আর কৌতূহল চরমে। ঝলকে দেখা গেছে প্রভাস ও তৃপ্তি দিমরিকে, আর তার সঙ্গেই সামনে এসেছে পারিশ্রমিকের অঙ্ক।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করা প্রভাস বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। শোনা যাচ্ছে, ‘স্পিরিট’-এর জন্য তিনি নিচ্ছেন প্রায় ১৬০ কোটি রুপি। সাধারণত প্রতি ছবিতে ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিলেও, এই ছবিতে অঙ্ক আরও বেড়েছে বলেই ইন্ডাস্ট্রি সূত্রের দাবি। যদিও ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘আদিপুরুষ’-এর জন্য তিনি নিয়েছিলেন তুলনামূলক কম—প্রায় ১০০ কোটি রুপি।

অন্যদিকে, নায়িকার ভূমিকায় দেখা যাবে তৃপ্তি দিমরিকে। প্রভাসের তুলনায় তার পারিশ্রমিক অনেকটাই কম হলেও, ক্যারিয়ারের দিক থেকে এটি বড় লাফ। শোনা যাচ্ছে, ‘স্পিরিট’-এ অভিনয়ের জন্য তিনি পেয়েছেন ৪ থেকে ৬ কোটি রুপির মধ্যে পারিশ্রমিক।

উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেই সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’-এ অভিনয় করেছিলেন তৃপ্তি। সেই ছবিতে তার পারিশ্রমিক ছিল মাত্র ৪০ লাখ রুপি।সেখান থেকে কয়েক গুণ বৃদ্ধি অভিনেত্রীর ক্যারিয়ারে স্পষ্ট অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।

প্রসঙ্গত, ছবির নায়িকার চরিত্রে প্রথমে দীপিকা পাড়ুকোনের নাম চূড়ান্ত হয়েছিল। তবে তিনি আট ঘণ্টার বেশি কাজ না করা এবং ২০ কোটি রুপি পারিশ্রমিকের শর্ত দেন। সেই শর্তে পরিচালক রাজি না হওয়ায় শেষ পর্যন্ত ছবি থেকে সরে দাঁড়ান দীপিকা, এবং তার জায়গায় আসেন তৃপ্তি।

সব ঠিকঠাক থাকলে ২০২৬ সালের মে মাসে মুক্তি পাবে ‘স্পিরিট’। ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই নেটিজেনদের একাংশ ছবিতে ‘অ্যানিম্যাল’-এর মতোই ‘উগ্র পৌরুষ’-এর ছায়া দেখতে পাচ্ছেন।

জে.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250