ছবি: সংগৃহীত
বলিউড বাদশাহ শাহরুখ খান। দীর্ঘ কয়েক দশক ধরে তার অসাধারণ অভিনয় জয় করে নিয়েছে কোটি ভক্তের হৃদয়। শাহরুখের ক্যারিয়ার–যাত্রা নিঃসন্দেহে অনুপ্রেরণার। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এমন একজন মানুষ আছেন, যার উপস্থিতিতেই নাকি এই আত্মবিশ্বাসী নায়কও নার্ভাস হয়ে পড়েন? তিনি আর কেউ নন, শাহরুখের স্ত্রী গৌরী খান।
ক্যারিয়ারে সাফল্যের সব কৃতিত্ব সব সময় স্ত্রী গৌরী খানকে দিয়েছেন শাহরুখ। বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, গৌরী না থাকলে বলিউডে আজকের অবস্থানে পৌঁছাতে পারতেন না। জীবনটাও এমন গুছানো হতো না। তবে গৌরীর সামনে অভিনয় করা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি মনে করেন শাহরুখ।
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক পুরোনো সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, গৌরীর সামনে অভিনয় করা তার জন্য সবচেয়ে কঠিন। ৮ই অক্টোবর ৫৫ বছরে পা দিয়েছেন গৌরী খান। তার জন্মদিন সামনে রেখে জেনে নেওয়া যাক সেই সাক্ষাৎকারে কী বলেছিলেন শাহরুখ।
তখন শাহরুখ ইতিমধ্যেই ‘ডর’, ‘করণ অর্জুন’ ও ‘বাজিগর’-এর মতো ছবির জনপ্রিয় নায়ক, যদিও ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তখনো মুক্তি পায়নি। এ সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, ‘গৌরীর সামনে আমি অভিনয় করতে পারি না। কারণ, আমি এমন একজনের সামনে অভিনয় করছি, যে আমাকে খুব ভালোভাবে চেনে।’
একই সাক্ষাৎকারে শাহরুখের মুম্বাই জীবনের শুরুর দিকের অন্যতম সহযাত্রী প্রযোজক বিবেক বস্বানী বলেছিলেন, ‘শাহরুখ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, কিন্তু গৌরী ছাড়া নয়। তারা কখনো ঝগড়া করে না। গৌরী চিৎকার করলে শাহরুখ চুপচাপ শোনে। সে পুরোপুরি গৌরীর প্রেমে মজে আছে।’
কিং খানের বিয়েটা হয়েছিল ১৯৯১ সালের ২৫শে অক্টোবর। শাহরুখ তখনো বড় তারকা হয়ে ওঠেননি। একজন উঠতি অভিনেতা তিনি। অন্যদিকে তার স্ত্রী গৌরীকে তো তখন কেউ চিনতই না। কিন্তু ২৫ বছর পর সবকিছু বদলে গেছে। এখন তারা বলিউডের প্রথম সারির দম্পতি। তাদের প্রেমকাহিনিও বহুল চর্চিত বিষয়।
এই জুটির বিয়েতে নানা বাধা ছিল। সেসব প্রতিকূলতা পেরিয়ে গৌরীকে জীবনসঙ্গী করে নিয়েছেন শাহরুখ। তাদের বিয়েতে ঝড়ঝাপটাও ছিল, সেগুলো দুজনে মিলে কাটিয়ে উঠেছিলেন। যদিও একটা সময় ছিল, যখন গৌরীকে বিয়ে করার জন্য বারবার শাহরুখকে নিষেধ করেছিলেন বলিউডের শুভানুধ্যায়ীরা।
সিনেজগতের প্রচলিত ধারণা ছিল নায়ক-নায়িকারা বিয়ে করলেই রুপালি পর্দায় তাদের চাহিদা পড়ে যাবে। আর তখন তো শাহরুখ মাত্র উঠতি অভিনেতা। তাই আগেভাগেই সংসারী হওয়া নিয়ে সতর্ক করেন প্রযোজকেরা। তারা সতর্ক করেন, বিয়ে করলে নায়কের ক্যারিয়ারে পড়বে নেতিবাচক প্রভাব। বেশ কয়েক বছর আগে প্রীতি জিনতাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন চমকপ্রদ কথা বলেন শাহরুখ।
যদিও কারও কথাই কানে তোলেননি অভিনেতা। বারবার গৌরীর প্রতি নিজের ভালোবাসার কথা বলেছেন তিনি। শাহরুখ তখন শুভাকাঙ্ক্ষীদের বলেন, ‘প্রযোজকেরা বলেছিলেন সিঙ্গেল নায়কদের অনুরাগীর সংখ্যা বেশি হয়। আমি বলেছিলাম, অনেক কষ্ট করে রাজি করিয়েছি ওকে, বিয়ে করতেই হবে।’
তিনি সে সময় বলেছিলেন, ‘আসলে আমাকে দেখে গৌরীর দয়া হয়। ভাবে, মা-বাবাহারা একটা ছেলে। তাই ও বিয়েটা করেছে।’ বর্তমানে শাহরুখ-গৌরীর সংসারে তিন ছেলে-মেয়ে। সামনে ‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে পর্দা ভাগ করতে দেখা যাবে মেয়ে সুহানা খানকেও।
জে.এস/
খবরটি শেয়ার করুন