রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’ *** পুঁজিবাজার চাঙা করতে আইসিবিকে ১০০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা *** অগ্নিনির্বাপণে ৩০ সেকেন্ডের মধ্যে কাজ শুরু হয়েছে, দাবি উপদেষ্টার *** নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকেরা *** দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে এক হামলার জেড়ে গত ৭ই মে ভারত ও পাকিস্তানের মধ্যে আকাশযুদ্ধ বাধে। এতে ভারতের অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা সামরিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। পাকিস্তানের বিমানবাহিনীর চীনা জে-১০সি যুদ্ধবিমানের হামলায় ফরাসি রাফালের পতন পশ্চিমা সামরিক প্রযুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে। তবে রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে, এর মূল কারণ ছিল ভারতের গোয়েন্দা ব্যর্থতা ও পাকিস্তানের উন্নত সামরিক সমন্বয়। খবর রয়টার্সের।

৭ই মে পাকিস্তানের বিমানবাহিনীর অপারেশন রুমে মধ্যরাতের পরপরই ভারতের আক্রমণ আঁচ করা গিয়েছিল। এর প্রস্তুতি হিসেবে, পাকিস্তানি বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল জহির সিধু তার সহকর্মীদের নির্দেশ দেন, ভারতের রাফাল যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করার জন্য। এই রাফাল যুদ্ধবিমান ভারতীয় বিমানবাহিনীর অন্যতম গর্ব, যা আগে কখনো ভূপাতিত হয়নি।

তবে ভারত এই হামলায় তাদের কোনো রাফাল খোয়ানোর কথা স্বীকার না করলেও, ফ্রান্সের বিমানবাহিনীর প্রধান ও দাসাল্টের একজন শীর্ষ নির্বাহী তা নিশ্চিত করেছেন। রয়টার্সকে দেওয়া দুই ভারতীয় ও তিন পাকিস্তানি কর্মকর্তার সাক্ষাৎকারে জানা গেছে, রাফালের পতনের কারণ এর দুর্বলতা ছিল না। চীনা পিএল-১৫ ক্ষেপণাস্ত্রের পাল্লা সম্পর্কে ভারতীয় গোয়েন্দাদের ভুল ধারণাই ছিল এর পতনের মূল কারণ।

ভারতীয় কর্মকর্তারা মনে করেছিলেন, পিএল-১৫ ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ১৫০ কিলোমিটার। এই ভুল তথ্যের ভিত্তিতে রাফাল পাইলটরা নিজেদের নিরাপদ দূরত্বে আছি বলে আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু পাকিস্তানি কর্মকর্তাদের মতে, জে-১০সি যুদ্ধবিমান থেকে রাফালকে আঘাত করা পিএল-১৫ ক্ষেপণাস্ত্রটি প্রায় ২০০ কিলোমিটার দূর থেকে ছোড়া হয়েছিল। এটিই ছিল আধুনিক যুদ্ধের ইতিহাসে দূরপাল্লার আকাশ থেকে আকাশে ছোড়া অন্যতম সফল আঘাত।

জে.এস/

ভারত-পাকিস্তান যুদ্ধবিমান বিধ্বস্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250