রবিবার, ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ *** ফিলিস্তিন স্বাধীন হলে গ্যাসক্ষেত্র থেকেই বছরে আয় করবে ৪০০ কোটি ডলার *** ফোন করে জামায়াতের আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান

সিরিয়ায় ক্ষমতাসীন এইচটিএস গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিচ্ছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামকে (এইচটিএস) সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার আমেরিকার পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।

গত বছর ডিসেম্বরে হায়াত তাহরির আল শামের নেতৃত্বেই মাত্র ১১ দিনের বিদ্রোহে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আসাদ সরকারের পতনের পর বর্তমানে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এইচটিএস নেতা আহমেদ আল শারা।

উল্লেখ্য, এইচটিএস নুসরা ফ্রন্ট হিসেবেও পরিচিত। শুরুতে এটি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল কায়েদার অংশ ছিল। ২০১৬ সালে আল-শারার নেতৃত্বে আল কায়েদা থেকে বেরিয়ে আসে এইচটিএস। গত মাসের শেষের দিকে সিরিয়ার ওপর থেকে আমেরিকার নিষেধাজ্ঞা তুলে নিতে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থিতিশীলতা ও শান্তির পথে সিরিয়ার যাত্রা সহজ করতেই ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা থেকে শুরু করে ফিলিস্তিনি ‘সন্ত্রাসী’ গোষ্ঠীসহ অন্য বিদেশি সন্ত্রাসী সংগঠনের ব্যাপারে দামেস্কের অবস্থান কেমন তার ওপর সার্বক্ষণিক নজর রাখা হবে বলেও জানিয়েছে হোয়াইট হাউস। গত শুক্রবার (৪ঠা জুলাই) সিরিয়া সরকার জানিয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে ১৯৭৪ সালের যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহার চুক্তি পুনরায় কার্যকর করতে আমেরিকার সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন