বৃহঃস্পতিবার, ২৪শে অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৫ পূর্বাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রবল ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে পটুয়াখালীর রাঙ্গবালী, কলাপাড়া, গলাচিপা, দশমিনা, মির্জাগঞ্জ ও সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা রয়েছে। 

পটুয়াখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা আক্তার জাহান বলেন, পটুয়াখালীতে ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাব শুরু হয়েছে। এরইমধ্যে জেলায় ১১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক সব সরকারি ছুটি বাতিল ঘোষণা করেছেন। 

আরো পড়ুন : সাগরে ঘূর্ণিঝড় ডানা, বন্দরে ২ নম্বর সংকেত

সভায় জানানো হয়েছে, জেলায় মোট ৮২৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। এতে ৪ লাখ ১৪ হাজার ৫০০ মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়া ৮০০ টন চাল, নগদ ১৩ লাখ ৩৭ হাজার ৫০০, গোখাদ্যের জন্য ৫ লাখ এবং শিশুখাদ্যের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এছাড়াও এক হাজার প্যাকেট শুকনা খাবার, ৫ লাখ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বাঁধ মেরামতের জরুরি প্রয়োজনে ১৩ হাজার পিস জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড়ে উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য ৮৭৬০ জন সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রস্তুত করা হয়েছে। 

এস/ আই.কে.জে

‘ডানা’

খবরটি শেয়ার করুন