ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অনেক মিথ্যা মামলাসহ বিভিন্ন জায়গায় মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেফতার করা হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বৃহস্পতিবার (৫ই ডিসেম্বর) পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নবনিযুক্ত আইজিপি।
আরও পড়ুন: বিকেলে বঙ্গভবনে যাচ্ছেন ২৩ বিচারপতি
তিনি বলেন, নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে, ৫ই আগস্ট ঘিরে এসব হচ্ছে। পাইকারি হারে গ্রেফতার করা যাবে না। নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ না। যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেফতারে যাবো না। জনগণের সঙ্গে পুলিশকে বিনীয় আচরণ করতে হবে।
আইজিপি বলেন, ‘পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে আমার বিশ্বাস। অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে।’
এসি/কেবি
খবরটি শেয়ার করুন