রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আফগানিস্তানের ভাবা উচিত, পাকিস্তান তার ভাইপ্রতিম ইসলামি দেশ: শহীদ আফ্রিদি *** ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ রাজি পাকিস্তান–আফগানিস্তান, ক্রিকেট সিরিজ বাতিল *** আন্দোলনের মধ্যেই ফের বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা *** দোহায় আলোচনা: অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান-পাকিস্তান *** ‘দুধ দিয়ে গোসল করলে কী হয়’ *** ৩ মাসে ইতিহাসে রেকর্ড রাজস্ব আদায় *** নাহিদের ক্ষমা চাওয়ার আহ্বানে যা বললেন সালাহউদ্দিন *** থালা-বাটি নিয়ে শিক্ষকদের ‘ভুখা মিছিল’ আজ *** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া

ভারতের প্রাপ্তবয়স্কদের সিনেমা ইন্ডাস্ট্রির গোপন সত্য

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতে প্রাপ্তবয়স্কদের কনটেন্ট নিয়ে নানা ধরনের বিধিনিষেধ আছে। তবে এর মধ্যেই থেমে নেই এ ধরনের কনটেন্ট, বিভিন্ন ওটিটিতে নানা নামে প্রচারিত হয় এসব কনটেন্ট।

ভারতের প্রাপ্তবয়স্কদের কনটেন্ট ও এই শিল্পের চ্যালেঞ্জ নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র ‘ডার্টি এন্টারটেইনারস: দ্য বিজনেস অব ইন্ডিয়ান ইরোটিকা’। তথ্যচিত্রের ওটিটি প্ল্যাটফর্ম ডকুবের জন্য এটি বানিয়েছেন হিনা ডিসুজা। তথ্যসূত্র: ভ্যারাইটি।

‘ডার্টি এন্টারটেইনারস: দ্য বিজনেস অব ইন্ডিয়ান ইরোটিকা’-এর পরিচালক হিনা জানান, এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা সমাজের রক্তচক্ষু ও সেন্সরশিপের সীমাবদ্ধতার মধ্যে কাজ চালিয়ে যাচ্ছেন। 

সিরিজটি নির্মাণের সঙ্গে যুক্ত আইএন১০ মিডিয়া নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক আদিত্য পিটি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল এমন গল্প তুলে ধরা যা সাধারণত ফিসফিস করে বলা হয় বা গোপনে আলোচনা হয়, কিন্তু প্রকাশ্যে কমই প্রকাশিত হয়। বিনোদন জগতের গ্ল্যামার যতটা আলোচিত, তার পাশাপাশি একটি জটিল দিকও রয়েছে যা বেশির ভাগ সময় অজানা থাকে।’

ডকুবের প্রধান পরিচালন কর্মকর্তা সামার খান বলেন, ‘চলচ্চিত্রটি শুধু শিল্পের জগৎই অন্বেষণ করে না, এটি দেখায় কীভাবে অর্থনীতি, কনটেন্ট, বাণিজ্য ও সেন্সরশিপ একে অপরের সঙ্গে যুক্ত। এসব বিষয় নিয়ে তেমন কাজ হয় না। তবে অনেক চাপ থাকলেও এই শিল্প যে টিকে আছে সেটি আমরা তুলে ধরেছি।’  

তথ্যচিত্রটির সহযোগী প্রযোজক অভিষেক গৌতম বলেন, ‘এই তথ্যচিত্র সেই শিল্পীদের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যারা সাধারণত তাদের অভিজ্ঞতা প্রকাশ করেন না। তাদের বক্তব্য এটিকে ভিন্নমাত্রা দিয়েছে।’

পরিচালক হিনা জানান, তাদের লক্ষ্যই ছিল প্রাপ্তবয়স্ক কনটেন্টে যারা কাজ করেছেন, তাদের সমাজের প্রচলিত ধারণার চাইতে ভিন্নভাবে দেখা।

তার ভাষ্যে, ‘আমরা তাদের বিচার করতে বসিনি, চেয়েছি এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের মানুষ হিসেবে দেখাতে; এই শিল্পের লুকানো বিষয়গুলো সামনে আনতে। এটি সত্যিই চোখ খুলে দেওয়া এক অভিজ্ঞতা।’

জে.এস/

প্রাপ্তবয়স্কদের সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250