সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে স্পিডবোট ডুবির ঘটনায় ১৯ যাত্রী উদ্ধার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৫ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৪

#

ছবি: ফাইল ছবি(সংগৃহীত)

কক্সবাজারের নাইক্ষ্যংদিয়া পয়েন্টে স্পিডবোট ডুবির ঘটনায় স্থানীয় জেলেরা তিন শিশুসহ ১৯ যাত্রীকে উদ্ধার করেছে। এদের মধ্যে ৭ জন টেকনাফের রাজমিস্ত্রি ও ১২ জন স্থানীয় বাসিন্দা। অপর দুইজন স্পিডবোটের চালক ও সহকারী।

শুক্রবার (৫ই এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌ রুটের নাইক্ষ্যংদিয়া পয়েন্টে ঢেউয়ের কবলে পড়ে সেন্ট মার্টিনের কামাল হোসেনের মালিকানাধীন একটি স্পিডবোট ডুবে যায়। 

আরো পড়ুন: এবার ঈদে মোটরসাইকেলের জন্য থাকছে আলাদা লেন

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান গণমাধ্যমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌ রুটের নাফ নদের নাইক্ষ্যংদিয়া এলাকায় স্পিডবোটটি ডুবে যায়। খবর পেয়ে যাত্রীবাহী আরও একটি স্পিডবোট ও স্থানীয় জেলেরা ঘটনাস্থলে পৌঁছে সাগরে ভাসতে থাকা ৩ শিশুসহ ১৯ যাত্রীকে উদ্ধার করে। 

এইচআ/ আই.কে.জে

উদ্ধার স্পিডবোট ডুবি

খবরটি শেয়ার করুন