মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** 'আমেরিকা-ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে' *** আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তির শর্ত চূড়ান্ত: জেডি ভান্স *** পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবি বাস্তবায়নে কমিটি গঠন *** কাতারের কাছে আরও ১০-১২টি কার্গো এলএনজি চাইবে বাংলাদেশ *** বাংলাদেশকে ৬২ কোটি ৬০ লাখ আমেরিকান ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া *** কিন্ডারগার্টেনে মানসম্মত শিক্ষাদান অবহেলিত, নজরদারি প্রয়োজন *** ইংরেজি মাধ্যমের পরীক্ষার ফি বিদেশে পাঠানো যাবে *** আর্থনা শীর্ষ সম্মেলনে স্বাগত জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে *** লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডে সেরা উদীয়মান ইয়ামাল, সেরা দল রিয়াল মাদ্রিদ *** পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ: প্রধান উপেদষ্টা

আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তির শর্ত চূড়ান্ত: জেডি ভান্স

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৫ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তির শর্ত চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আজ মঙ্গলবার (২২শে এপ্রিল) ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। খবর এনডিটিভির।

জয়পুরের ওই অনুষ্ঠানে জেডি ভান্স জানিয়েছেন, আমেরিকা এবং ভারত একটি বাণিজ্য চুক্তির শর্তাবলি চূড়ান্ত করেছে। গতকাল সোমবার (২১শে এপ্রিল) তিনি ৪দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লিতে এসে পৌঁছান এবং রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন।

জেডি ভ্যান্স বলেন, ‘আমেরিকার প্রশাসন ন্যায্যতা এবং অভিন্ন জাতীয় স্বার্থের ভিত্তিতে বাণিজ্যে এমন বিদেশি অংশীদার খোঁজে যারা তাদের শ্রমিকদের সম্মান করে। এ ছাড়া রপ্তানি বাড়াতে শ্রমিকদের মজুরি কমিয়ে না দিয়ে তাদের শ্রমের মূল্যকে সম্মান জানায়।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জোর দিয়ে বলেন, ‘আমেরিকা এমন অংশীদার চায়, যারা তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে জিনিস তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু অন্যের পণ্য আমদানি বা রপ্তানির মাধ্যম হতে চায় না।’

তিনি আরও বলেন, ‘আমেরিকা এমন মানুষ ও দেশের সঙ্গে অংশীদার হতে চায়, যারা বর্তমান মুহূর্তের ঐতিহাসিক গুরুত্ব বোঝে। যারা সম্পূর্ণ নতুন কিছু গড়তে একত্র হওয়ার প্রয়োজনীয়তা স্বীকার করে।  এটি হবে একটি ভারসাম্যপূর্ণ, উন্মুক্ত, স্থিতিশীল এবং ন্যায্য বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা’।

আমেরিকার সঙ্গে ভারতের কিছু অভিন্ন লক্ষ্য থাকতে হবে যা অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তা—উভয়ের সঙ্গেই সম্পর্কিত বলে জেডি ভান্স উল্লেখ করেন।

আরএইচ/

বাণিজ্য চুক্তি আমেরিকা- ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন