ছবি: সংগৃহীত
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম ফ্লাইটে বোমা রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে এই সতর্কতা জারি করা হয়।
বুধবার (২২শে জানুয়ারি) সকাল ৯টায় ওই সতর্কতা জারি করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২১শে জানুয়ারি) রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয় বিজি-৩৫৬ ফ্লাইট। ঢাকায় আসার সময় ফ্লাইটটি বোমা হামলার হুমকি পায়। পরে বুধবার (২২শে জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এতে থাকা ২৫০ যাত্রী এবং ১৩ বিমান ক্রুর সবাইকে নিরাপদে নামিয়ে টার্মিনালে পাঠানো হয়েছে।
প্লেনে কোনো বোমা আছে কি না তা জানতে প্লেনটিতে বোম ডিসপোজাল ইউনিটসহ আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঠানো হয়েছে। তারা প্লেনটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রেখেছে। পাশাপাশি পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ওআ/