ছবি: সংগৃহীত
একটি দলের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ওদের যদি ক্ষমতা থাকত তবে আমাদের নির্বাচন করতেই দিতো না। তিনি বলেন, কিছু কিছু মানুষকে পাশ করিয়ে আনতে সরকারের একটি অংশ প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল শুক্রবার (৩০শে জানুয়ারি) নির্বাচনী প্রচারকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, এ কারণে এখন লেভেল প্লেয়িং ফিল্ড নেই।এদের যে কার্যক্রম, তাতে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে এই ছেলেটা (নাসীরুদ্দীন পাটওয়ারী) এমন অসভ্যের মতো কথাবার্তা বলতে পারত না।
মির্জা আব্বাস বলেন, এখন পর্যন্ত যে ভাষায় তারা কথা বলছে, আল্লাহর অশেষ রহমত আমার উপরে, আমার কর্মীদের উপরে যে আমরা রিঅ্যাক্ট করছি না। আমি আমার নেতা কর্মীদের প্রতি বলব— ধৈর্যধারণ করেন, নো রিএকশন। ওরা বলুক। আমরা নির্বাচন পর্যন্ত ধৈর্যধারণ করে থাকব। তারপর দেখা যাবে কী হয়।
এগুলো নির্বাচন কমিশনকে জানিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, এগুলো নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাতে হবে কেন? পত্রিকা, মিছিলে, মিটিংয়ে, রেডিওতে, বক্তব্যে নির্বাচন কমিশন শুনতে পাচ্ছে। নতুন করে অভিযোগ কেন দিতে হবে? তিনি বলেন, এজন্য আমি মনে করি এই মুহূর্তে ওদের সঙ্গে আমাদের লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক নেই। সরকারের একটি অংশ কিছু কিছু লোককে নির্বাচনে পাশ করাতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরো বলেন, এদের যে কার্যক্রম তাতে লেভেল ফিল্ড নেই। এরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। আমাদের নেতাকর্মীরা ধৈর্য ধরে আছে, আমি ধৈর্য ধরে আছি। প্রচার প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ওদের যদি ক্ষমতা থাকতো, আমাদের নির্বাচন করতে দিতো না। সুতরাং এর প্রশ্ন ওঠে না।
জে.এস/
খবরটি শেয়ার করুন