বুধবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্মার্টকার্ড বিতরণ ব্যবস্থাপনা হবে সফটওয়্যারে *** নিজেকে ‘লক্ষ্মীপেঁচা’ বললেন পরীমণি *** ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে : হাসনাত *** প্রধান উপদেষ্টার কাছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর *** আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব *** শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ সব আসামি খালাস *** বাউল শিরোমণি ফকির লালন সাঁই-এর গানে পুনর্জন্মবাদ *** ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালে পিএসজি *** ৪৮ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায় *** ফিলিস্তিনিদের অপসারণে ট্রাম্পের পরিকল্পনা : যুক্তরাষ্ট্রকে ৫ আরব দেশের চিঠি

ঢাকায় আবারো তাপমাত্রা কমে বাড়তে পারে শীত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৪ পূর্বাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

গত কয়েকদিনের তুলনায় আজ রাজধানী ঢাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। একইসঙ্গে আগামী ২ দিন সারাদেশের তাপমাত্রাও কমার সম্ভাবনা রয়েছে। তবে এখনও পরবর্তী শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা দেখা যায়নি।

সোমবার (১৩ই জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, জানুয়ারি মাসের শেষ দশকের আগেই আরেকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। যদিও এখনই তারিখ নির্ধারিত করে বলা যাচ্ছে না। তবে আজ ও আগামী ২ দিন ঢাকাসহ সারাদেশেই গত ২-৩ দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমতে পারে।

অপরদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসেও ঢাকার তাপমাত্রা কমার আভাস মিলেছে।

আরো পড়ুন : আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার আভাস

আবহাওয়া অধিদপ্তর বলছে, এসব এলাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। ফলে আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এসময়ের মধ্যে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় আদ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।

অন্যদিকে, আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) বলছে, আজ দেশের আকাশ বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকবে। তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

১২ই জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত (২৪ ঘন্টায়) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে। যার পরিমাণ ছিল ৩১ দশমিক ০০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজারহাটে। যার পরিমাণ ছিল ১০ দশমিক ২০ ডিগ্রি সেলসিয়াস।

এস/ আই.কে.জে/  

শীত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন