ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, ‘ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করার মার্কিন সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।’ সূত্র: সিবিএস।
মেয়র মামদানি বলেন, ‘তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ফোন করে এ অভিযানের বিরোধিতা করেছেন। তবে ট্রাম্পের প্রতিক্রিয়া কী ছিল তা জানা যায়নি।’
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গতকাল শনিবার (৩রা জানুয়ারি) দেওয়া একটি বার্তায় মামদানি জানিয়েছেন, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে প্রথমে হেলিকপ্টারে, পরে সামরিক বিমানে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। তিনি বলেন, এটি কেবল ভেনেজুয়েলার জনগণের ওপর প্রভাব ফেলে না, নিউইয়র্কে বসবাসকারী লক্ষাধিক ভেনেজুয়েলার নাগরিককেও প্রভাবিত করে।
মেয়র জানিয়েছেন, তার প্রশাসন পরিস্থিতি নজরদারিতে রাখবে এবং নিউইয়র্কবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
জে.এস/
খবরটি শেয়ার করুন