ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। নতুন করে আরও পাঁচজন উপদেষ্টা রোববার (১০ই নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নিতে পারেন।
মন্ত্রিপরিষদ বিভাগ ও সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: এই সরকারের বৈধতা হলো গণঅভ্যুত্থান : শ্রম উপদেষ্টা
সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেন, গাড়ি প্রস্তুত করার নির্দেশনা আমরা পেয়েছি। আমরা পাঁচটি গাড়ি প্রস্তুত রাখছি।
বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য ২১ জন। নতুন করে আরও পাঁচজন যুক্ত হলে এ সংখ্যা বেড়ে হবে ২৬ জন।
এসি/কেবি
খবরটি শেয়ার করুন